অবশেষে গ্রামবাসীদের দাবি মেনে রাস্তা সংস্কারের কাজ শুরু হল নেতাই-এ। আগামী শুক্রবার অর্থাৎ ৭ জানুয়ারি নেতাই দিবস। তার আগে শুরু হল কাজ।
গ্রামবাসীদের দাবি, লালগড়ের বাঘাকুলি থেকে নেতাই গ্রাম পর্যন্ত তিন কিলোমিটার পিচের রাস্তা দিয়ে কংসাবতী থেকে বালি তুলে নিয়মিত যাতায়াত করে ডাম্পার, ভারী যানবাহন। ফলে বারবার সারাই করা হলেও অল্প সময়েই খারাপ হয়ে যায় রাস্তা। এর আগে লালগড় থেকে নেতাই হয়ে ডাইনটিকরি পর্যন্ত ৬ কিমি রাস্তার কাজ শেষ হয় ২০১৪ সালে।
- Advertisement -
সামনে নেতাই দিবস
২০১৯ সালে সাড়ে ৩৯ লক্ষ টাকা খরচে বাঘাকুলি থেকে নেতাই পর্যন্ত তিন কিমি রাস্তা মেরামত করা হয়। কিন্তু ফের তা বেহাল হয়ে পড়ায় মেরামতের দাবি জানাচ্ছিলেন গ্রামবাসীরা।
- Advertisement -
এবার নেতাই দিবসের প্রাক্কালে লালগড়ের বাঘাকুলি থেকে নেতাই গ্রাম পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা মেরামতের জন্য বরাদ্দ করা হয়েছে ৩১ লক্ষ টাকা। ওয়েস্টবেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির তত্ত্বাবধানে সেই কাজ শুরু হয়েছে।