কাঁচা বাদাম এর পর হরিনাম সংকীর্তনে ভুবন বাদ্যকর

কাঁচা বাদাম এর পর হরিনাম সংকীর্তনে ভুবন বাদ্যকর

বিগত কয়েকমাসে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তাঁর গান ‘কাঁচা বাদাম’। বাংলার গন্ডি ছাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় এই গান শুনে ফেলেছে বিশ্বজোড়া মানুষ। তৈরি হচ্ছে হাজারও রিল ভিডিও, এমনকি এই গানটি রেকর্ডও করেছেন ভুবন বাদ্যকর। সেই ভুবন বাদ্যকরকেই এখন নাম সংকীর্তনের অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

সূত্রের খবর, উত্তর ২৪ পরগনা জেলায় বাগদাতে ১০ দিনব্যাপী একটি নামসংকীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গঙ্গা বরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়ে আসছে বহুদিন ধরে। কার্যত সেই কারণেই বীরভূমের বিখ্যাত ‘কাঁচা বাদাম’ খ্যাত শিল্পী ভুবন বাদ্যকরকে আমন্ত্রণ জানানো হয়েছিলো বলে জানা গেছে।

এদিনকার এই নাম সংকীর্তন কমিটির উদ্যোক্তা হলেন পরিতোষ কুমার সাহা। তার কথায় ‘ভুবন বাদ্যকরের গান সারা বিশ্বব্যাপী ভাইরাল হয়েছে। মানুষ তাকে দেখার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন। তাই আমরাও বিশেষ অতিথি হিসেবে তাঁর সঙ্গে যোগাযোগ করে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি তাকে। মানুষ আনন্দিত হয়েছে তাকে দেখতে পেয়ে এবং তাঁর কন্ঠে গান শুনে’।

এই বিষয়ে ভুবন বাদ্যকর জানালেন, মানুষকে গান শুনিয়ে তিনি নিজেও খুব খুশি। প্রত্যেকটি মানুষ তাকে খুব সন্মান করছেন। তার গান শুনে মানুষ কি ভাববেন সেটা মানুষেরাই বিচার করবেন। মানুষের ভালোবাসা পেয়েই তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন বলে জানালেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ