Robot Baby : শিশুর জন্ম রোবটের সাহায্যে, যুগান্তকারী পদক্ষেপ চিকিৎসা বিজ্ঞানে

Robot Baby : শিশুর জন্ম রোবটের সাহায্যে, যুগান্তকারী পদক্ষেপ চিকিৎসা বিজ্ঞানে

চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী পদক্ষেপ মানুষের। কৃত্রিম ভাবে ডিম্বানু নিষিক্তকরণ সম্ভব হলো রোবোটিক সূচের সাহায্যে। এই সাফল্যের ফলে আরও সহজ হতে চলেছে, আইভিএফ তথা ইনভেট্রো ফার্টিলাইজেশন।

যে কোনো সন্তানের কাছেই সন্তানের গুরুত্ব অপরিসীম। কিন্তু অনেক সময়ে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার কারণে প্রাকৃতিক ভাবে মাতৃদেহে সন্তানের জন্য প্রয়োজনীয় শুক্রানুর মাধ্যমে ডিম্বানু নিষিক্তকরণ সম্ভব হয় না৷ অনেক দম্পতির আধুনিক চিকিৎসাবিজ্ঞানের আইভিএফ পদ্ধতির সাহায্য নেন। কিন্তু তার জন্যও অনেক প্রতিবন্ধকতা থাকে। কম হয় নিষেকের সাফল্যের হার। খরচও হয় বিস্তর৷ কিন্তু এমআইটি টেকনোলজি রিভিউ নামের বিশ্ববিখ্যাত প্রযুক্তি গবেষণা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আইভিএফ হয়ে উঠতে চলেছে সহজ।

স্পেনের বার্সেলোনার ইঞ্জিনিয়ারের তৈরি যন্ত্র অসাধ্য সাধন করেছে ইউ ইয়র্কের একটি হাসপাতালের ফার্টিলিটি সেন্টারে। সেখানে যান্ত্রিক ভাবে রোবোটিক নিডল ব্যবহার করে ডিম্বানুর ভিতরে একটি সুস্থ শুক্রাণু প্রবেশ করিয়ে নিষিক্তকরণ সম্ভব হয়েছে। আর তা থেকে জন্ম নিয়েছে দুটি সুস্থ কন্যা শিশু। ওরাই বিশ্বের প্রথম রোবটের মাধ্যমে নিষেকে জন্ম নেওয়া শিশু৷ এই প্রক্রিয়ায় আইভিএফ পদ্ধতিতে আসছে যুগান্তকারী পদক্ষেপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ