Friday, September 29, 2023

Medinipur Sourav Ganguly : মেদিনীপুরে ইস্পাত কারখানা সৌরভের, স্পেনের সম্মেলনে ঘোষণা

প্রকাশিত:

- Advertisement -

স্পেনে বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মেদিনীপুরে (Medinipur) নতুন ইস্পাত কারখানা তৈরির ঘোষণা করলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সেই সঙ্গে রাজ্যের সুবিধা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রেচেষ্টা তথা সাহায্যের ভূয়সী প্রশংসা করেন তিনি।

স্পেন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে লগ্নি আনার লক্ষ্যে স্পেনের মাদ্রিদ শহরে বাণিজ্য সম্মেলন করেন তিনি। তাঁর সফরসঙ্গী হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মঞ্চে বক্তব্য পেশ করার সময় তিনি জানান, আগামী পাঁচ-ছ’মাসের মধ্যে মেদিনীপুরে তাঁর তৃতীয় ইস্পাত কারখানা তৈরি হতে চলেছে। তিনি বলেন, “২০০৭ সালে একটা ছোট স্টিল প্ল্যান্ট দিয়ে যাত্রা শুরু করেছিলাম। এখন তৃতীয় স্টিল প্যান্ট তৈরি হচ্ছে। আগামী পাঁচ-ছ’মাসের মধ্যেই তা তৈরি হয়ে যাবে।” তিনি আরও বলেন, ‘‘নতুন স্টিল প্ল্যান্টটি মেদিনীপুরে তৈরি হচ্ছে। ইস্পাত কারখানায় গড়ে তোলার কাজে আমায় অনেক সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী। আশা করি, আগামী এক বছরের মধ্যেই তা চালু হয়ে যাবে।’’

আরও পড়ুন:  Salboni : শালবনী পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ নির্বাচন সম্পূর্ণ

নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের প্রশংসা করেন সৌরভ৷ তিনি বলেন, “এই রাজ্য সব সময়েই ব্যবসার জন্য গোটা বিশ্বকে আমন্ত্রণ জানায়। সেই কারণেই আজ মুখ্যমন্ত্রী এই দেশে এসেছেন।” রাজ্যে লগ্নি আনার জন্য উদ্যোগের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া সহ অন্যান্য বিষয়েও রাজ্য সরকারের উদ্যোগ রয়েছে বলে উল্লেখ করে প্রশংসা করেন তিনি।

x

Latest articles

চাকরির দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ, তৃণমূল নেতাকে কলার ধরে বেধড়ক মার

ফের অস্বস্তিতে শাসক দল। আবারও টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।...

মিড ডে মিলের চাল-ডাল চুরি করতে গিয়ে পাকড়াও গুনধর শিক্ষক

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এখনও গোটা রাজ্যে উত্তপ্ত। কিছুদিন আগে শোনা গিয়েছিল নিয়মিত স্কুল...

New York Durga Puja : নিউ ইয়র্কে হয় একাধিক দুর্গাপুজো, কোমর বাঁধছেন শহরের বাঙালিরা

যত সময় গিয়েছে নিউইয়র্ক শহরে বেড়েছে বাঙালির সংখ্যা। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে পুজো সংখ্যাও।...

Canada Durga Puja : পুজোয় উইন্ডসরে এক টুকরো বাঙালিয়ানা, অপেক্ষায় প্রবাসীরা

আপনি যেখানেই যান, কপাল নয়, সঙ্গে পাবেন 'বাঙালি'কে। আর বাঙালি যেখানেই যায়, সেখানে বহন...

আরও খবর

চাকরির দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ, তৃণমূল নেতাকে কলার ধরে বেধড়ক মার

ফের অস্বস্তিতে শাসক দল। আবারও টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।...

Horoscope Today: আজকের রাশিফল ২৭/৯/২০২৩

মেষ/ Aries রাশিফল Rashifal : বন্ধুবান্ধবদের সাথে ক্রিয়াকলাপ উপভোগ্য হবে- কিন্তু স্বেচ্ছায় খরচ...

ISL 2023: আইএসএলের অভিষেক ম্যাচেই অনিশ্চিত সবুজ মেরুন তারকা

আগামী ২৩ সেপ্টেম্বর আইএসএল(ISL) অভিযানে নামছে সবুজ মেরুন ব্রিগেড। আর তার আগেই দুঃসংবাদ এলো...