Medinipur Sourav Ganguly : মেদিনীপুরে ইস্পাত কারখানা সৌরভের, স্পেনের সম্মেলনে ঘোষণা

Medinipur Sourav Ganguly : মেদিনীপুরে ইস্পাত কারখানা সৌরভের, স্পেনের সম্মেলনে ঘোষণা

স্পেনে বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মেদিনীপুরে (Medinipur) নতুন ইস্পাত কারখানা তৈরির ঘোষণা করলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সেই সঙ্গে রাজ্যের সুবিধা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রেচেষ্টা তথা সাহায্যের ভূয়সী প্রশংসা করেন তিনি।

স্পেন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে লগ্নি আনার লক্ষ্যে স্পেনের মাদ্রিদ শহরে বাণিজ্য সম্মেলন করেন তিনি। তাঁর সফরসঙ্গী হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মঞ্চে বক্তব্য পেশ করার সময় তিনি জানান, আগামী পাঁচ-ছ’মাসের মধ্যে মেদিনীপুরে তাঁর তৃতীয় ইস্পাত কারখানা তৈরি হতে চলেছে। তিনি বলেন, “২০০৭ সালে একটা ছোট স্টিল প্ল্যান্ট দিয়ে যাত্রা শুরু করেছিলাম। এখন তৃতীয় স্টিল প্যান্ট তৈরি হচ্ছে। আগামী পাঁচ-ছ’মাসের মধ্যেই তা তৈরি হয়ে যাবে।” তিনি আরও বলেন, ‘‘নতুন স্টিল প্ল্যান্টটি মেদিনীপুরে তৈরি হচ্ছে। ইস্পাত কারখানায় গড়ে তোলার কাজে আমায় অনেক সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী। আশা করি, আগামী এক বছরের মধ্যেই তা চালু হয়ে যাবে।’’

আরও পড়ুন:  Salboni : শালবনী পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ নির্বাচন সম্পূর্ণ

নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের প্রশংসা করেন সৌরভ৷ তিনি বলেন, “এই রাজ্য সব সময়েই ব্যবসার জন্য গোটা বিশ্বকে আমন্ত্রণ জানায়। সেই কারণেই আজ মুখ্যমন্ত্রী এই দেশে এসেছেন।” রাজ্যে লগ্নি আনার জন্য উদ্যোগের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া সহ অন্যান্য বিষয়েও রাজ্য সরকারের উদ্যোগ রয়েছে বলে উল্লেখ করে প্রশংসা করেন তিনি।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ