বাগানের টবে ফোটান পদ্মফুল, জেনে নিন পদ্ধতি

বাগানের টবে ফোটান পদ্মফুল, জেনে নিন পদ্ধতি

মূলত দীঘি পুকুরে ব্যবসায়িক ভাবে চাষ করা হয় পদ্ম। কিন্তু নিজের বাগানের টবেও নির্দিষ্ট নিয়ম মেনে ফোটানো যেতে পারে এই ফুল। এক নিমেষে স্বর্গীয় শোভা আনবে বাগানে।

প্রথমে একটি ১৪-১৬ ইঞ্চি টব বা চৌবাচ্চা বা ড্রামের ব্যবস্থা করতে হবে। গুচ্ছমূল যুক্ত রাইজোম বা টিউবার আছে এমন পদ্ম চারা সংগ্রহ করতে হবে। এবার নিশ্চিত করতে হবে টবে যেন কোনো ফুটো না থাকে। পুকুরের পাঁক বা নদীর মাটি সরাসরি ব্যবহার করা যায়। তবে মাটি তৈরি করে নেওয়াও যেতে পারে। সেক্ষেত্রে ২ ভাগ দোআঁশ মাটি, ১ ভাগ গোবর সার , ১ ভাগ পাতা পচা সার ও ৫০ গ্রাম শুকনো পাতা, আধা চামচ ইউরিয়া, আধা চামচ পটাস এবং আধা চামচ ফসফেট মিশিয়ে মাটি তৈরী করতে হবে।

এবার টবের কিছুটা জুড়ে মাটি নিতে হবে।মাটির ওপরে টিউবার ভালো করে পুঁতে দিতে হবে। জল ঢেলে পূর্ন করে নিতে হবে টব। টিউবার লাগানোর একমাস ছাড়া কাঁচা গোবর ১০০ গ্রাম অথবা সর্ষের খোল ৫০ গ্রাম ভালো করে পচিয়ে জলের মধ্যে মিশিয়ে দিতে হবে। টব সহ গাছ অবশ্যই সূর্যালোকে রাখতে হবে। গাছে সাদা পোকা ও যাব পোকার আক্রমণ হলে ডাইমিথয়েট ২ মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। পাতায় বাদামি রঙের এক দাগ এলে ম্যাংকোজেব এম ৪৫ ২.৫ লিটার প্রতি জলে গুলে ১৫ দিন ছাড়া স্প্রে করতে হবে। শুয়োপোকা বা ল্যাদা পোকার উপদ্রব হলে এন্ডোসালফার ২ মিলি প্রতি লিটার হিসেবে জলে গুলে স্প্রে করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ