Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ডের তদন্তে নেমে তাঁর ভাইপো দীপক কান্দুকে গ্রেপ্তার করেছিল সিট। এরপর দ্বিতীয় অভিযুক্ত হিসেবে কালেবর সিংকে গ্রেপ্তার করা হল ভিনরাজ্য থেকে। গত ১৩ মার্চ বিকেলে হাঁটতে গিয়ে ঝালদা-বাঘমুন্ডি সড়কপথে গোকুলনগর গ্রামের কাছে আততায়ীদের গুলিতে খুন হন ঝালদা পুরসভার দু’নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। এই ঘটনার পরেই তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতিতে।

* রাজ্যপালকে দাঙ্গাবাজদের প্রতিনিধি বলে আক্রমণ বনগাঁর তৃণমূল জেলা সভাপতি গোপাল শেঠের ৷ পাশাপাশি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীরকেও আক্রমণ করেন দাঙ্গাবাজদের নেতা বলে ৷ এদিন বনগাঁয় এক সভা থেকে রাজ্যপাল ও রাজ্যের বিরোধী দলনেতাকে তির্যক ভাষায় আক্রমণ করেন বনগাঁ পৌরসভার চেয়ারম্য়ান গোপাল শেঠ।

* উদয়নারায়ণপুরে দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ১১ জন। এদের মধ্যে স্থানীয়দের সাহায্যে ৭ উদ্ধার করা গেলেও এখনও হদিশ মেলেনি ৪ জনের। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উদয়নারায়ণপুরে একটি কালীপুজো ছিল। সেই পুজো উপলক্ষেই হাওড়ায় শানপুর থেকে ১১ জনের একটি দল সেখানে গিয়েছিল। এদিন দুপুরে ওই যুবকরা দামোদরে স্নান করতে নামেন। কিন্তু আচমকাই জলের টানে তলিয়ে যান ১১ জনই।

* রামপুরহাটের বগটুই কাণ্ডে নিহতদের ডিএনএ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিল সিবিআই ৷ ইতিমধ্যেই নিহতদের ডিএনএ-এর নমুনা সংগ্রহ করে তা দিল্লির সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে৷ পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদেরও ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিল্লিতে পাঠানো হবে।

* বাসন্তীতে বোমা বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যুর পরেই তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল এক ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি হাত জোড় করে আবেদন করেন, বাসন্তীতে শান্তি প্রতিষ্ঠার জন্য, বাসন্তী বিধানসভার ১৩-১৪ টি অঞ্চলের সর্বত্র, যেখানে যার যার হাতে বেআইনি অস্ত্র আছে, তা যেন অবিলম্বে, ৭২ ঘন্টার মধ্যে পুলিশের কাছে দেন।

আরও পড়ুন:  পঞ্চায়েত ভোটের আগে বিদ্যুৎ বিল নিয়ে বড় সিদ্ধান্ত, লাভ হবে আম আদমির?

* সরকারি তেল কোম্পানিরা নিজের উপভোক্তাদের জন্য ১লা এপ্রিল বড় ঝটকা দিল৷ একধাক্কায় দাম বাড়িয়ে দিল৷ এদিন থেকে ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় ২৫০ টাকা বাড়িয়ে দিল৷

* দক্ষিণ চব্বিশ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুরের 9 নম্বর ঘেরির বাসিন্দা বছর আটত্রিশের আলফাজুদ্দিন পাইক। তিনি পেশায় দিনমজুর। লটারিতে কোটি টাকা পেয়েছেন শুনেই টিকিট পকেটে নিয়ে সারারাত অগুণতি মশার কামড় খেয়েও লুকিয়ে ছিলেন ওই কলাবাগানে। যদি দুষ্কৃতীরা জানতে পেরে টিকিটটি ডাকাতি করে নেয়, এই ভয়ে। সব শুনে হতবাক উপস্থিত সকলেই। আলফাজুদ্দিনের নিরাপত্তার কথা ভেবে পুলিশি উদ্যোগী হয়ে তাঁকে থানায় নিয়ে যায়।

* এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত করা হল সিবিআইকে। আজ শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। আর সেই শুনানিতেই এহেন নির্দেশ। নির্দেশ অনুযায়ী এফআইআর করবে সিবিআই। একই সঙ্গে বিতর্কিত ৯৮ জনের বেতন বন্ধের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। শুধু তাই নয়, এই ৯৮ জন গ্রুপ ডি কর্মী হিসাবে আর স্কুলেও প্রবেশ করতে পারবেন না। সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শকরা আদালতের নির্দেশ পালন সুনিশ্চিত করবেন।

* উত্তরপ্রদেশের বোর্ডের পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় শুক্রবার পর্যন্ত মোট ২৬ জনকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিস। ধৃতদের মধ্যে স্থানীয় তিন সাংবাদিক আছেন বলে পুলিস জানিয়েছে। গ্রেফতার করা হয়েছে বালিয়া জেলার স্কুল পরিদর্শক ব্রজেশকুমার মিশ্রকেও। বুধবার উত্তরপ্রদেশের বোর্ডের পরীক্ষায় ইংরেজি প্রশ্ন পরীক্ষা শুরুর আগেই ফাঁস হয়। এই কারণেই উত্তরপ্রদেশের মোট ২৪টি জেলায় বোর্ডের ইংরেজি পরীক্ষা বাতিল করা হয়।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২৯/১১/২০২২

* বিয়ে সেরে ভারতে পৌঁছেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিস্ফোরক ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। আরসিবি তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ম্যাক্সওয়েলের ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত হওয়ার কথা জানিয়েছে। নিয়মিত কোয়ারেন্টাইন শেষ করেই অনুশীলন শুরু করতে পারবেন ম্যাক্সওয়েল। ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দলটি ৫ই এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলতে চলেছে তবে এই ম্যাচের জন্য তিনি নির্বাচনের জন্য উপলব্ধ থাকবেন না। ক্রিকেট অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ঘোষণা করেছে যে সমস্ত অস্ট্রেলিয়ান খেলোয়াড় ৬ই এপ্রিল থেকে আইপিএল খেলার জন্য উপলব্ধ থাকবে।

* শ্রেয়াস আইয়ারের কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের মধ্যে আইপিএল ২০২২-এর অষ্টম ম্যাচটি আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই মাঠে এখন পর্যন্ত দুটি ম্যাচ হয়েছে এবং দুটি ম্যাচেই দর্শকরা বেশি স্কোরিং ম্যাচ দেখতে পাননি। মুম্বাইয়ের এই মাঠটি বড় স্কোরের জন্য পরিচিত কারণ এখানকার বাউন্ডারি অন্যান্য মাঠের তুলনায় কিছুটা ছোট, কিন্তু এবারের পিচের মেজাজটা একটু ভিন্ন। এমন পরিস্থিতিতে আজকের ফ্যান্টাসি দল বেছে নেওয়া একটু কঠিন হবে। কলকাতা বনাম পাঞ্জাব ফ্যান্টাসি দলে, আপনি যদি অলরাউন্ডার এবং বোলারদের উপর বেশি মনোযোগ দেন, তাহলে আপনি সুবিধা পেতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ