BRAKING NEWS

Maha Shivratri : কোন কোন রাশির উপর মহা শিবরাত্রির প্রভাব শুভ, জেনে নিন

Maha Shivratri : কোন কোন রাশির উপর মহা শিবরাত্রির প্রভাব শুভ, জেনে নিন, GNE BANGLA

এই বছর শনিবার, ১৮ ফেব্রুয়ারি পালিত হতে চলেছে মহা শিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ সালের রাত ০৮:০২ মিনিটে শুরু হচ্ছে। পরের দিন ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ এর বিকেল ০৪:১৮ মিনিটে শেষ হবে। ১৯ ফেব্রুয়ারি সকাল ৬টা ৫৭ মিনিট থেকে দুপুর ৩টে ৩৩ মিনিটের মধ্যে ব্রতভঙ্গ সময়কাল। কিছু রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে মহা শিবরাত্রি থেকে।

Maha Shivratri : শিবরাত্রি কবে? জেনে নিন উপবাস ও পুজোর সময়

১. বৃষ রাশি- শিবের কৃপায় বৃষ রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা। টাকা ফেরত পেতে পারেন। বাবা-মায়ের পূর্ণ সমর্থন ও কর্মে উন্নতি। নতুন গাড়ি হতে পারে।

২. মিথুন রাশি- নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। ঝগড়া ও অশান্তি থেকে মুক্তির সম্ভাবনা। ভ্রমণ হতে পারে। পরিবার ও দাম্পত্য জীবনে সুখ আসবে।

Maha Shivratri : শিবরাত্রি কেন পালিত হয় ফাল্গুন মাসে? কি বলে পুরাণ-কাহিনী

৩. তুলা রাশি- আয় বৃদ্ধি ও জীবনের সাফল্যের সম্ভাবনা। আর্থিক সংকট থেকে মুক্তি। জীবনে আর্থিক সমৃদ্ধি ও সুখ। পরিবারের সাথে সদ্ভাব বজায় রাখুন।

৪. কুম্ভ রাশি- কর্ম জীবনে সাফল্যের ইঙ্গিত। আর্থিক উন্নতি। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক। চাকুরিতে সাফল্যের সম্ভাবনা।