মেষ/ Aries রাশিফল Rashifal : আপনার কোনো পুরোনো বন্ধুর কাছ থেকে আজ আপনি অর্থিক উন্নতির পরামর্শ পেতে পারেন। সেগুলো মেনে চললে আপনার উপকার হবে। শিশুদের সময় দিন। আপনার প্রিয়জন আজ খারাপ মেজাজে থাকবে তার সাথে ভালোকরে কথাবার্তা বলুন। কর্মক্ষেত্রে ভাল ফলাফল পাবার জন্য কাজে মনোযোগ বসাতে হবে।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : স্ত্রীর সঙ্গে ভাল কিছু আলোচনা হতে পারে। ধর্ম আলোচনায় মনে শান্তি। অতিরিক্ত ক্রোধের জন্য নিজের কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা। সন্তানদের জন্য অর্থ ব্যয় হতে পারে। সঙ্গীত চর্চায় বাধা আসতে পারে। রাস্তায় খুব সাবধানে চলাফেরা করুন। রজগারের কোনও নতুন দিক খুলতে পারে।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : আজ আপনার আর্থিক দিক দিয়ে উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ আপনি আপনার যত ঋণ সমস্ত শোধ করতে সফল হবেন। দীর্ঘদিনের অসুস্থতা আজ শেষ হবে। প্রিয় কারো কাছ থেকে আজ আপনি উপহার পেতে পারেন। আপনি যদি কোনো শিল্প কর্মের সঙ্গে যুক্ত থাকেন তবে এটি আপনাকে অন্য মাত্রায় নিয়ে যাবে আজকের দিনে। ফাকা সময়ে বই পড়ুন।
- Advertisement -
কর্কট/ Cancer রাশিফল Rashifal : সমাজে কোনও কাজে কিছু দান করতে হতে পারে। পায়ের যন্ত্রণায় ভোগান্তি। আজ চাকরির ক্ষেত্রে কোনও কিছুর জন্য মানহানি হতে পারে। সন্তানদের থেকে কিছু উপকার পেতে পারেন। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতার সৃষ্টি হতে পারে।
- Advertisement -
সিংহ/ Leo রাশিফল Rashifal : আজকের দিনটা বন্ধু বান্ধবের সঙ্গে কাটানোর জন্য একটা ভালো দিন। পরিবারের হঠাৎ কেউ অসুস্থ হয়ে পরায় আর্থিক টান দেখা দিতে পারে। অতিথিদের সঙ্গে আজকের দিনটা ভালো কাটবে। বিভিন্ন রকম পেশাদাবি ব্যবসা বাড়ান। এতে আপনার লাভ হবে। সন্ধ্যায় আপনার সঙ্গী আপনার গোটাদিনের খারাপ মেজাজ চমৎকার কিছু করে ঠিক করে দিবে।
- Advertisement -
কন্যা/ Virgo রাশিফল Rashifa : আজ সারা দিন ব্যবসায় মনোযোগ থাকলেও লাভ খুব ভাল হবে না। সকালের দিকে বাড়িতে আত্মীয় আসার সম্ভাবনা। অনেক পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার সুযোগ হতে পারে। সন্তানকে ঘিরে সংসারে বিবাদ হতে পারে।
তুলা/ Libra রাশিফল Rashifal : খাওয়া দাওয়া দিকে সাবধানতা অবলম্বন করুন। আপনার অর্থ কিভাবে খরচ হচ্ছে সেদিকে নজর রাখুন। নাইলে আর্থিক সমস্যায় পরতে পারেন। যাদের সঙ্গে আপনার আর আগের মত সম্পর্ক নেই তাদের সঙ্গে আবার আগের মত ঘনিষ্ঠ হবার শেষ্ঠ দিন আজ। আপনার সেটাই করা ভালো হবে যেটা আপনার মন বলছে। মনের কথা শুনে চলুন।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : উন্নতিতে বেশ গতি ফিরে পাবেন। নিজের পেশাগত জীবনের সাথে ব্যাক্তিগত জীবনে এক করে ফেলবেন না। এ বিষয়ে শুরু থেকেই সাবধান হওয়া আপনার জন্য মঙ্গলজনক। ভালো মন্দ মিলিয়ে আপনার জীবন, তবে সারা বছরেই মাঝে মাঝে আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, যার জন্য প্রস্তুত থাকুন।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal : মাথা ঠান্ডা রেখে এগোলে আপনার জিত নিশ্চিত। আপনার নতুন প্রকল্প নিয়ে আপনার পরিবারের সঙ্গে কথা বলুন। তাদের উপদেশ মেনে চললে আপনি অনেক দূর এগোতে পারেন। আজ আপনি আপনার খারাপ ব্যবহারের জন্য অনেকের কাছে অপ্রিয় হয়ে উঠতে পারেন।
মকর/ Capricorn রাশিফল Rashifal : আজ গান বাজনার প্রতি একটু বেশি আকৃষ্ট হবেন। নিজের ভুল বুঝতে পারায় সংসারে শান্তি ফিরে পাবেন। ব্যবসায় আকস্মিক লাভ আপনাকে হতবাক করবে। কর্মে বন্ধুর সাহায্য পেতে পারেন। চক্ষুপীড়ায় ভোগান্তি। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : আজ আপনি গোটাদিন রোমান্টিক মুডে থাকবেন তাই আপনার প্রিয় মানুষের সঙ্গে দেখা করার প্লান করতে পারেন। আজ আপনি অনেককে সাহায্য করতে উদ্যোগি হবেন। আপনার সঙ্গী আজ অসাধারণ কিছু করে আপনাকে অবাক করে দিতে পারে।
মীন/ Pisces রাশিফল Rashifal : পরোপকারে আজ মনে খুব শান্তি পাবেন। প্রেমের প্রস্তাবে আজ রাজি না হওয়াই ভাল হবে। পাওনা আদায় করতে গিয়ে অপমানিত হতে পারেন। জলপথে একটু সাবধানে চলাফেরা করুন। আজ গুরুজনদের শারীরিক অবস্থা নিয়ে একটু ব্যস্ত থাকতে হতে পারে। একাধিক উপায়ের আলোচনায় সাফল্য পাবেন।