সবচেয়ে বেশি ডিম দেওয়া মুরগির প্রজাতি, জানুন বিস্তারিত

সবচেয়ে বেশি ডিম দেওয়া মুরগির প্রজাতি, জানুন বিস্তারিত

পোল্ট্রি ফার্মের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যবসায়িক ভাবে ডিম উৎপাদন। সেই ক্ষেত্রে প্রধান দ্রষ্টব্য এক এক প্রজাতির ডিম উৎপাদন ক্ষমতা।

বিভিন্ন ডিম উৎপাদনকারী মুরগির প্রজাতিগুলি-
উপকরিক- ভারতীয় এই মুরগির কিছু উপ-প্রজাতি রয়েছে যেমন ক্যারি প্রিয়া লেয়ার, ক্যারি সোনালি লিয়ার এবং ক্যারি দেবেন্দ্র। বছরে ১৬০ থেকে ১৮০ টি ডিম দেয়।

প্লাইমাউথ রক- আমেরিকান মুরগি। বছরে ২৫০ টি ডিম দিতে পারে।

পিংগটন- ব্রিটিশজাত মুরগি। প্রায় ২০০ টি ডিম দিতে পারে।

ঝাড়সি- ঝাড়খণ্ডের মুরগির প্রজাতি। বছরে সর্বোচ্চ ১৭০ টি ডিম দেয়।

ব্যান্টাম চিকেন- বছরে ১৫০ থেকে ১৬০ টি ডিম উৎপাদন করতে পারে।

কামরূপ- সর্বোচ্চ বার্ষিক ১৪০ টি ডিম উৎপাদন করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ