টবে ফোটান গন্ধরাজ ফুল, জেনে নিন বিস্তারিত

টবে ফোটান গন্ধরাজ ফুল, জেনে নিন বিস্তারিত

গ্রীষ্মের দাবদাহ ক্রমশ নিকট হচ্ছে। আর গ্রীষ্মের ফুল বলতেই গন্ধরাজের মনোমুগ্ধকর গন্ধের শীতলতা আমাদের মনে আসে। প্রধানত বাগানের মাটিতে গন্ধরাজ গাছ হলেও টবেও এই ফুল ফোটানো যেতে পারে।

গন্ধরাজ গাছ লাগানোর জন্য মাটির জলনিকাশী সঠিক হওয়া প্রয়োজন। মাটির সঙ্গে অল্প বালি, জৈব সার, নিম খোল, গোবর সার দিয়ে হালকা দোআঁশ মাটি প্রস্তুত করে ১২ ইঞ্চি বা তার চেয়েও বড় টবে মাটি ভর্তি করতে হবে। কলমের গাছ টবে প্রতিস্থাপন করে নিয়মিত জল দিতে হবে। গাছটির শিকড় সঠিক ভাবে এলে কড়া রোদে গাছটিকে রাখতে হবে। গন্ধরাজ গাছের বৃদ্ধি বেশি হওয়ার কারনে টবের গাছ নিয়মিত ছাঁটাই করা প্রয়োজন। মধ্যে মধ্যে সরষের খোল পচা জল, কলার খোসা ভেজানো জল দিলে গন্ধরাজ গাছ ভালো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ