- Advertisement -
দ্বাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ। তাঁর জন্মতিথি জন্মাষ্টমী হিসাবে পালন করা হয়। পুরাণ ও লোককথা মতে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের মধ্যরাতে অষ্টমী তিথিতে কংসের কারাগারে জন্ম নেন বাসুদেব ও দেবকীর সন্তান কৃষ্ণ। সনাতন ধর্মাবলম্বীরা এইদিনটি শ্রীকৃষ্ণের পূজা অর্চনায় অতিবাহিত করেন।
অনেকেই বাড়িতে নিজের হাতে সাজান গোপালকে৷ বলা হয়, গোপালকে সাজানোর সময় মন শুদ্ধ রাখা উচিৎ। গোপালকে সুন্দর পোশাক, বাঁশি, ময়ূরের পালক, মুকুট ইত্যাদি দিয়ে সজ্জিত করা হয়। বলা হয়, ময়ূরের পালক শ্রীকৃষ্ণ খুবই পছন্দ করেন। তাই সাধারণত ময়ূরের পালক লাগানো মুকুটই পরানো হয়। বাঁশিতেও থাকে ময়ূরের পালক।