Janmasthami 2023 : জন্মাষ্টমীর পুজোয় কিভাবে সাজাবেন কৃষ্ণকে? জেনে নিন

Janmasthami 2023 : জন্মাষ্টমীর পুজোয় কিভাবে সাজাবেন কৃষ্ণকে? জেনে নিন

দ্বাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ। তাঁর জন্মতিথি জন্মাষ্টমী হিসাবে পালন করা হয়। পুরাণ ও লোককথা মতে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের মধ্যরাতে অষ্টমী তিথিতে কংসের কারাগারে জন্ম নেন বাসুদেব ও দেবকীর সন্তান কৃষ্ণ। সনাতন ধর্মাবলম্বীরা এইদিনটি শ্রীকৃষ্ণের পূজা অর্চনায় অতিবাহিত করেন।

আরও পড়ুন:  Janmasthami ২০২৩ : জন্মাষ্টমীতে ছেলের নাম রাখুন শ্রীকৃষ্ণের নামে, দেখুন কিছু নাম

অনেকেই বাড়িতে নিজের হাতে সাজান গোপালকে৷ বলা হয়, গোপালকে সাজানোর সময় মন শুদ্ধ রাখা উচিৎ। গোপালকে সুন্দর পোশাক, বাঁশি, ময়ূরের পালক, মুকুট ইত্যাদি দিয়ে সজ্জিত করা হয়। বলা হয়, ময়ূরের পালক শ্রীকৃষ্ণ খুবই পছন্দ করেন। তাই সাধারণত ময়ূরের পালক লাগানো মুকুটই পরানো হয়। বাঁশিতেও থাকে ময়ূরের পালক।

আরও পড়ুন:  Janmashtami 2023 : কখন পড়েছে জন্মাষ্টমী? জানুন পুজোর তিথি

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ