Janmasthami ২০২৩ : জন্মাষ্টমীতে ছেলের নাম রাখুন শ্রীকৃষ্ণের নামে, দেখুন কিছু নাম

Janmasthami ২০২৩ : জন্মাষ্টমীতে ছেলের নাম রাখুন শ্রীকৃষ্ণের নামে, দেখুন কিছু নাম

বিষ্ণুর অষ্টম অবতাম শ্রীকৃষ্ণ। একাধিক নামে বিখ্যাত তিনি। সেই সব নাম পুত্রসন্তানের নামকরণের ক্ষেত্রে ভারতীয়দের কাছে বিশেষ জনপ্রিয়। জন্মাষ্টমীর শুভক্ষণে অনেকেই পুত্রের নাম করণ অনুষ্ঠান করেন। দেখে নেওয়া যাক কিছু নামের তালিকা-

আরও পড়ুন:  Janmashtami 2023 : কখন পড়েছে জন্মাষ্টমী? জানুন পুজোর তিথি

অমৃত – নামের অর্থ ‘মৃত্যুঞ্জয়’। শ্রীনারায়ণকেও অনেক সময়ে এই নামে ডাকা হয়।
অনন্ত- যার অন্ত নেই
অনয়- সুন্দর ভবিষ্যৎ।
ভবেশ – যিনি বিশ্বকে পরিচালনা করেন।
গহন- মহাকাশ।
অন্তক- যিনি বিনাশ করেন।
হৃদেব- হৃদয়ের অধিশ্বর।
ইরেশ- চরাচরের সম্রাট।
কৌস্তভ- মূল্যবান রত্ন।
কৃতন- জ্ঞানী।

আরও পড়ুন:  Janmashtami 2023 : কখন পড়েছে জন্মাষ্টমী? জানুন পুজোর তিথি

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ