Janmashtami 2023 : কৃষ্ণ জন্মাষ্টমীতে কৃষ্ণের পুজোয় কি কি ভোগ দিতে পারেন?

Janmashtami 2023 : কৃষ্ণ জন্মাষ্টমীতে কৃষ্ণের পুজোয় কি কি ভোগ দিতে পারেন?

জন্মাষ্টমীর শুরু হচ্ছে আজ বুধবার দুপুর ৩:৩৭ মিনিটে এবং জন্মাষ্টমী তিথি থাকবে আগামীকাল বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর বিকেল ৪:১৪ মিনিট পর্যন্ত। ফলে দীর্ঘ সময় ধরে জন্মাষ্টমী পালনের সুযোগ পাবেন ভক্তরা। শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী হিসাবে পালন করা হয়। পুরাণ ও লোককথা মতে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের মধ্যরাতে অষ্টমী তিথিতে কংসের কারাগারে জন্ম নেন বাসুদেব ও দেবকীর সন্তান কৃষ্ণ। সনাতন ধর্মাবলম্বীরা এইদিনটি শ্রীকৃষ্ণের পূজা অর্চনায় অতিবাহিত করেন।

আরও পড়ুন:  Janmashtami 2023 : কখন পড়েছে জন্মাষ্টমী? জানুন পুজোর তিথি

নবদ্বীপ, নদীয়া, মথুরা, বৃন্দাবন সহ দেশের বিভিন্ন স্থানে মহা সমারোহে জন্মাষ্টমীর উৎসব পালিত হয়। এইদিন বাঙালির বাড়িতে বাড়িতে গোপালের পুজো আয়োজিত হয়। পুজোতে অবশ্যই থাকে বিভিন্ন ভোগের আয়োজন। জন্মাষ্টমী ভাদ্র মাসে হওয়ায় তালের বড়া ও তালের ক্ষীর খুব জনপ্রিয় ভোগ৷ এছাড়াও থাকে শ্রীকৃষ্ণের প্রিয় মিছরি-মাখন, ক্ষীর, সুজি ও ময়দা দিয়ে তৈরি মালপোয়া, নারকেল নাড়ু, মোহনভোগ, লুচি সুজি। অনেকে ১৬ ধরনের জলখাবার, ২০ টি মিষ্টি এবং ২০ ধরণের শুকনো ফল দিয়ে ৫৬ ভোগের নৈবেদ্য দেন।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ