বিয়ার খেয়ে ১ মাস শয্যাশায়ী, ছুটতে হল হাসপাতালে

বিয়ার খেয়ে ১ মাস শয্যাশায়ী, ছুটতে হল হাসপাতালে

মদ্যপান অনেকেই করেন। চিকিৎসকেরা বারংবার সতর্ক করেন মদ্যপান নিয়ন্ত্রণে রাখতে। কিন্তু কাকস্য পরিবেদনা! অনেকেই বন্ধুদের সঙ্গে আসরে বসে গ্লাসের পর গ্লাস মদ্যপান করেই চলেন। অনেক সময়েই শেষের দিকে আর হুশ থাকে না। ফলাফল ডিহাইড্রেশন, হ্যাংওভার এমন অনেক কিছুই। কিন্তু বিয়ার খেয়ে ১ মাস শয্যাশায়ী হওয়ার ঘটনাকি শুনেছেন?

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ২/৪/২০২৪

২৮ দিন আগে এক যুবক প্রায় ৩৪ লিটার বিয়ার খেয়েছিলেন। তারপর থেকেই শয্যাশায়ী তিনি। অত পরিমান মদ্যপানের পরে স্বাভাবিক ভাবেই হ্যাংওভার হয় তার৷ কিন্তু ২৮ দিন কেটে গেলেও অবস্থার উন্নতি হয়নি৷ ২ দিন বেহুশ থাকার পর জ্ঞান ফেরে। চলাফেরার শক্তি হারিয়েছেন। মাথায় জমাট বেঁধেছে রক্ত। স্নায়ুতে রক্তক্ষরণ হচ্ছে। পেশি কোষ বিপর্যস্ত৷ দৃষ্টিশক্তি ঝাপসা। ইতিমধ্যে চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন ঐ যুবক।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ২৮/৩/২০২৪

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ