Paschim Medinipur : জেলায় চলছে ভোটার তালিকা সংশোধন কর্মসূচি, চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত

Paschim Medinipur : জেলায় চলছে ভোটার তালিকা সংশোধন কর্মসূচি, চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

জেলায় বুথে বুথে চলছে ভোটার তালিকার সংশোধন কর্মসূচি। গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর জেলার ১৫টি বিধানসভার ৪৩৩১টি বুথে ভোটার তালিকা সংশোধন হবে। শনিবার জেলা শহরে সেই কর্মসূচির পর্যবেক্ষণ করেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অমিত রায় চৌধুরী, ও উপ মুখ্য মুখ্য নির্বাচনী আধিকারিক সুমন্ত রায়।

আরও পড়ুন:  ভোটে জিতলেই তৃণমূলের দখলে থাকা বামফ্রন্টের পার্টি অফিস ফেরত দেবেন বিজেপি নেতা

এইদিন রাজ্য নির্বাচন কমিশনের তরফে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক ও উপ মুখ্য মুখ্য নির্বাচনী আধিকারিক বৈঠক করেন জেলাশাসকের কার্যালয়ে। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরি, অতিরিক্ত জেলাশাসক (নির্বাচন) সন্দীপ টুডু এবং জেলার সমস্ত মহকুমা শাসক, নির্বাচনী নিবন্ধন আধিকারিক, বিডিও ও অন্যান্য আধিকারিকরা। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য আগামী ১ জানুয়ারি ২০২৪ এর মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের সকলের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং মৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ