ফলাফল ঘোষণার আগেই জিতে গেলেন বিজেপি প্রার্থী

ফলাফল ঘোষণার আগেই জিতে গেলেন বিজেপি প্রার্থী

শুরু হয়েছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। সাত ধাপে এই ভোটগ্রহণ হওয়ার পর জুনের শুরুতে ফল ঘোষণা করা হবে। এখনো গুজরাটের সুরাত আসনে ভোট হয়নি। এর আগেই অবশ্য জিতে গেছেন ওই আসনের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী মুকেশ দালাল।

গুজরাটের সুরাত আসনে দুই কংগ্রেস প্রার্থী তাদের প্রার্থিতা হারান রোববার। এরপর সোমবার বাকি প্রার্থীরাও নিজেদের প্রত্যাহার করে নেন।

বাকি আছেন কেবল বিজেপি প্রার্থী মুকেশ দালাল। এ কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হলো এই নেতাকে। এতে ভোটই হচ্ছে না এই আসনে।

আরও পড়ুন:  জুন মালিয়া ও দেবের সমর্থনে সোমবার খড়গপুরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

এরই মধ্যে মুকেশ দালালকে অভিনন্দন জানিয়েছেন গুজরাটের বিজেপি প্রধান সিআর পাতিল।

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের ১৮তম লোকসভার নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয়েছে সন্ধ্যা ৬টায়। প্রথম দফার নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে।

ভারতের এবারের লোকসভা নির্বাচনে বিজেপি ৪ শতাধিক আসনে জয় পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৯ সালে ৩০৩ আসনে জয় পায় তাঁর দল। এবারের নির্বাচনে এ পর্যন্ত ৪৩০ আসনে প্রার্থী দিয়েছে বিজেপি।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 19/4/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

অন্যদিকে, ১৮তম লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিতে পুনরায় শক্ত অবস্থানে ফেরার আশা কংগ্রেসের। গত নির্বাচনে মাত্র ৫২ আসনে গুটিয়ে যায় তাদের লড়াই। তবে এবারের নির্বাচনে মাত্র ৩০৩ আসনে প্রার্থী দিয়েছে দলটি, যা কংগ্রেসের ইতিহাসে সর্বনিম্ন।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ