Liquor : পুজোয় মদের দোকান খোলা নাকি বন্ধ! নির্দেশিকা আবগারি দফতরের

Liquor : পুজোয় মদের দোকান খোলা নাকি বন্ধ! নির্দেশিকা আবগারি দফতরের

পুজোর মদের দোকান খোলা বা বন্ধ থাকা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য আবগারি দফতর। ২০১৬ সাল থেকে পুজোয় সবকটি দিন খোলা থাকে মদের দোকান। তবে এই বছর আবগারি দফতরের অনুমতি সাপেক্ষে কোনও দোকান অষ্টমী ও দশমীর দিন বন্ধ রাখা যেতে পারে। নতুবা পুজোর সমস্ত দিনই মদের দোকান খোলা থাকবে।

আরও পড়ুন:  Puja Recipe : পুজোয় বানান চিংড়ি ভাপা, স্বাদে গন্ধে মন কাড়বে সকলের

২০১৫ সাল পর্যন্ত বৃহস্পতিবার ড্রাই ডে হিসাবে মদের দোকান বন্ধ থাকতো। এছাড়া পুজোর সময় অষ্টমীতে সমস্ত দিন এবং দশমীতে বিকেল ৫টার পরে দোকান বন্ধ থাকতো। ২০১৬ সাল থেকে পুজোর সবকটি দিন মদের দোকান খোলা রাখে আবগারি দফতর। কিন্তু খুচরো ব্যবসায়ীরা দোকানের কর্মচারীদের বিষয়টি তুলে ধরে দোকান বন্ধ রাখার বিষয়টি বিবেচনার আবেদন করেন। তাই এই বছর নির্দেশিকায় বলা হয়েছে, দোকানদাররা চাইলে অষ্টমী ও দশমী মদের দোকান বন্ধ রাখতে পারেন। তবে তার জন্য ইচ্ছুক বিক্রেতাদের আবেদন করতে হবে জেলা আবগারি দফতরের কাছে। এলাকাভিত্তিক আবেদন বিবেচনা করে আবগারি দফতর দোকান বন্ধের অনুমতি দেবে।

আরও পড়ুন:  Durga Puja : ভার্চুয়াল মাধ্যমে পিড়াকাটার পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর, মানসিক ভাবে পাশে থাকার বার্তা

 

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ