Noboborsho 1430 : সামনেই নববর্ষ, জানুন দিনক্ষণ

Noboborsho 1430 : সামনেই নববর্ষ, জানুন দিনক্ষণ

সামনেই ১লা বৈশাখ, বাংলা নববর্ষ। শুরু হবে নতুন বাংলা সাল ১৪৩০ বঙ্গাব্দ। এই বাংলা ক্যালেন্ডার মূলত কৃষি ভিত্তিক৷ বাঙালির জীবন ও জীবিকার হিসেব-নিকেষ জড়িয়ে আছে গ্রীষ্মের এই প্রথম দিনটির নেপথ্যে। কৃষিভিত্তিক অর্থনৈতিক বছর শেষের পর এই দিন শুরু হয় নতুন বছর, হয় হালখাতা।

আরও পড়ুন:  Poyla Baisakh : নববর্ষে সৌভাগ্য আনবে পাঁচ রাশির জাতকের, জেনে নিন কারা

বাঙালিরা নতুন বছরকে বরন করে ১লা বৈশাখ উদযাপন করেন নববর্ষ। বাঙালি ব্যবসায়ীরা নতুন আর্থিক বছরের সূচনা করেন এদিন লক্ষ্মী-গণেশ পুজো ও হালখাতার মাধ্যমে। খাওয়া দাওয়া, আড্ডা, মিষ্টিমুখ, নতুন জামাকাপড় পরিধানে সেজে ওঠে বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন।

আরও পড়ুন:  Poyla Baisakh : ১লা বৈশাখ কৃষিভিত্তিক বাংলা সনের সূচনা, জানুন ইতিহাস

ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী সাধারণত বাংলা নববর্ষ ১৪ বা ১৫ এপ্রিল পড়ে। এই বছর ২০২৩ সালে আগামী ১৫ এপ্রিল পড়েছে বাংলা নববর্ষ৷ ঐদিন শুরু হবে নতুন বাংলা সাল ১৪৩০। তার আগের দিন পালিত হবে চৈত্র সংক্রান্তি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ