বাড়িতে বানান বাসন্তী পোলাও! দেখুন রেসিপি

images 2024 01 04t151951.884

বিয়েবাড়িতে বা অন্যান্য অনুষ্ঠানে অন্যতম আকর্ষণীয় পদ বাসন্তী পোলাও। চিকেন হোক বা মাটন। দু’য়ের সঙ্গেই বাসন্তী পোলাও সমান উপযোগী। কিন্তু শুধুমাত্র অনুষ্ঠান বাড়ি নয়, বাড়িতেও খুব সহজেই বানানো যেতে পারে বাসন্তী পোলাও।

উপকরণ –
১. ৫০০ গ্রাম গোবিন্দভোগ চাল
২. লবণ
৩. চিনি ১০০ গ্রাম
৪. হলুদ গুঁড়ো
৫. তেল
৬. ঘি ১৫০ গ্রাম
৭. কাজুবাদাম ১০০ গ্রাম
৮. কিশমিশ ৫০ গ্রাম
৯. লবঙ্গ ৫টি
১০. জয়িত্রী ৭-৮টি
১১. তেজপাতা ৩টি
১২. ছোট এলাচ ৫-৬টি
১৩. ছোট দারুচিনির টুকরা ৩টি
১৪. জল হাফ লিটার

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ৬/৪/২০২৪

পদ্ধতি –
১. প্রথমে চালগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর চালে ঘি, হলুদ, অর্ধেক চামচ লবণ, গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ৪/৪/২০২৪

২. কড়াই গরম করে তাতে ১ চামচ ঘি গরম করে নিন। কাজুবাদাম ভেজে নিন।

৩. কড়াইয়ে বাকি ঘি গরম করে তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে অল্প ভাজা হলে চাল দিয়ে দিন। চাল অল্প নেড়ে তাতে জল ও চিনি দিয়ে আঁচ কমিয়ে দিন। ১৫ মিনিট ঢেকে রান্না করুন।

৪. চাল সেদ্ধ হয়ে এলে কাজুবাদাম ও কিসমিস মিশিয়ে দিন। নামানোর আগে ২ চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিন।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ