রিলস বানাতে ব্যস্ত ছাত্রীরা! ছাত্রীদের অনুপস্থিতিতে ধুঁকছে হুগলির স্কুল

img 20240104 wa0005

চুচুড়ার সারদামনি বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা এই হারে হ্রাস পেয়েছে যে বিদ্যালয় বন্ধের মুখে । অথচ এই বিদ্যালয়েই কয়েক বছর আগে অব্দি কত সুন্দর ভাবে পঠন পাঠন হতো । বিদ্যালয় এর প্রাক্তনিদের সূত্রে জানা যায় শিক্ষিকারা এমন ভাবে তাদের পড়াতেন তাদের আর গৃহশিক্ষক এর প্রয়োজন হতো না । বিদ্যালয় এর পরিবেশ ও যথেষ্ট উৎকৃষ্ট । প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিদ্যালয় পরিদর্শন সূত্রে বিষয়টি সামনে আসে । বর্তমানে বিদ্যালয় এর ছাত্রী সংখ্যা ৯২ অর্থাৎ ১০০ এরও কম । বিদ্যালয়ে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা যেহেতু উপযুক্ত পদ্ধতিতে পঠন পাঠন করাচ্ছেন তাই এরূপ ছাত্রী সংখ্যা হ্রাস পাওয়ার কোনো কারণ নেই । বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে জানা যায় যে ছাত্রীরা social media তে প্রচন্ড ভাবে সক্রিয় এবং সেই সূত্রে রিলস বানাতে ব্যাস্ত থাকে তাই বিদ্যালয়ে আসার সময় হয় না তাদের । এই সারদমনি বিদ্যালয়েরি এক প্রাক্তনী অদিতি গাইন বর্তমানে মেডিক্যাল এর ছাত্রী সে এই বিদ্যালয়ে পড়াশুনো করেই ডাক্তারি তে সুযোগ পেয়েছে ।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 4/4/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডালিয়া মুখোপাধ্যায় জানান ১৯৭৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল এবং ১৯৮৬ সালে মাধ্যমিক বিদ্যালয়ের অনুমোদন পাই । বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকারা চাই বিদ্যালয়ে আবার আগের মতো ছাত্রীদের নিয়মিত উপস্থিতি ও পঠন পাঠন শুরু হোক । তিনি এ বিষয় এ স্থানীয় মানুষের সাহায্য চেয়েছেন । তিনি বলেছেন প্রয়োজনে বাড়িতে বাড়িতে গিয়ে তারা ছাত্রীদের এবং তাদের পরিবারকে নিয়মিত পঠন পাঠন এর গুরুত্ব বোঝাবেন । এ ব্যাপারে প্রাক্তনীদের এগিয়ে আসার আশ্বাস ডালিয়া দেবীকে অনেকটা ভরসা দিয়েছে ।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ