সদিচ্ছা থাকলে মাত্র ৫ হাজার টাকা দিয়ে এই ব্যবসা করলে বেকার যুবক-যুবতীরা হতে পারেন সাবলম্বী ।ক্রমাগত বেড়ে চলা বেকার সমস্যা, শিক্ষিত বেকার যুবক-যুবতী দের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তাই এই বেকার সমস্যার সমাধানে, দেশের অর্থনৈতিক ভিত মজবুত করতে এবং যুবক যুবতী দের সাবলম্বী করতে GNE BANGLA আপনাদের জন্য নিয়ে এসেছে কম পুঁজিতে বেশকিছু ব্যবসার আইডিয়া। যাদের মধ্যে অন্যতম টি স্টলের ব্যবসা। আসুন জেনে নেওয়া যাক এই ব্যবসা সংক্রান্ত খুঁটিনাটি তথ্য
টি স্টলের ব্যবসা: দেশের অধিকাংশ মানুষ চা প্রেমী। আমাদের এই দেশের মানুষ চা পান করেনা এমনটি খুব কমই পাবেন। এজন্য রাস্তার আশেপাশে গড়ে উঠা টি স্টলগুলোতে সবসময় ভিড় দেখে থাকবেন। চাপাতা, কেটলি, কলা, বিস্কিট, পাউরুটি এবং অন্যান্য সামান্য কিছু প্রয়োজনীয় উপকরণ দিয়েই এই পাঁচ হাজার টাকায় ব্যবসা শুরু করা যায়। যেখানে লোকসমাগম বেশি এমন স্থান নির্ধারণ করতে হবে। এছাড়া ফ্লাস্কে চা নিয়ে হেঁটে-হেঁটেও চা বিক্রি করা যেতে পারে।
- Advertisement -
পাঁচ হাজার টাকায় ব্যবসা আইডিয়া এর মধ্যে জনপ্রিয় একটি ব্যবসা হলো চা বিক্রি করা। ভালো বেচাকেনা হয় এমন একটি চায়ের দোকানে মাসিক ৩০০০০-৪০০০০ টাকা আয় করা সম্ভব।