৯ হাজার কোটি টাকা মেরে দেওয়া বিজয় মালিয়াকে নজিরবিহীন শাস্তি দিল সুপ্রিম কোর্ট

৯ হাজার কোটি টাকা মেরে দেওয়া বিজয় মালিয়াকে নজিরবিহীন শাস্তি দিল সুপ্রিম কোর্ট

প্রায় ১৭ টি ব্যাঙ্কের ঋণের টাকা না মিটিয়ে ভারত ছেড়েছিলেন বিজয় মাল্য। হাজার চেষ্টা করেও নাতো তাকে দেশে ফেরানো গেছে আর নাতো তিনি তার ঋণের টাকা শোধ করেছেন। এদিন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তার সাজা ঘোষণা করলেন। বারবার আদালতে তলব করার পরেও যখন তিনি আদালতের নির্দেশ অমান্য করেছেন এবং আদালতের অবমাননা করেছেন এই অভিযোগে তার শাস্তি ঘোষণা করলেন সুপ্রিম কোর্ট।

প্রায় কোটি কোটি টাকার ঋণের বোঝা নিয়েই দেশ ছেড়ে চম্পট দেন এই বিজয় মাল্য। তারপর থেকে যতবারই তাকে ধরার চেষ্টা করা হয়েছে তিনি নাগালের বাইরে চলে গেছেন। আদালত সূত্রে খবর এদিন বারবার আদালতে অনুপস্থিতির কারণে এবং আদালতের অবমাননা করার অভিযোগে তাকে ২০০০ টাকা জরিমানা ও ৪ মাসের জেল হেফাজতের সাজা ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। সূত্রের খবর অনুযায়ী এই মুহূর্তে বিজয় মাল্য ব্রিটেনে রয়েছেন বলে জানা গেছে।

আদালত এও বলেন যে এই নির্দেশ অমান্য করলে তাকে আরও ২ মাসের জেল হেফাজতের সাজা শোনানো হবে এবং আরও কঠোর পদক্ষেপ নেবে আদালত। ৫ বছর আগে তার বিরুদ্ধে এই মামলা শুরু হয়েছিল, যার সুরাহা এখনও অব্দি মেলেনি।

গত ফেব্রুয়ারি মাসে সলিসিটর তুষার মেহেতা জানিয়েছেন, বিজয় মাল্যর বিরুদ্ধে ৯,০০০ কোটি টাকারও বেশি ঋণখেলাপির অভিযোগ উঠেছে। তা সত্ত্বেও সূত্রের খবর তার সন্তানদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩১৭ কোটি ৬৩ লক্ষ টাকা তিনি জমা করিয়েছেন। আর এই মামলায় পলাতক বিজয় মাল্য, নীরব মোদি ও মেহুল চকসির কাছ থেকে প্রায় ১৮,০০০ কোটি টাকা উদ্ধার হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ