দেশের ফুটবল অনিশ্চিত, ফিফার নির্দেশে নির্বাসিত ভারতীয় ফুটবল

দেশের ফুটবল অনিশ্চিত, ফিফার নির্দেশে নির্বাসিত ভারতীয় ফুটবল

অনিশ্চিত হয়ে পড়ল ভারতীয় ফুটবল। দেশের ফুটবলের নীতি নির্ধারক সংস্থা এআইএফএফ-এর কাজকর্মে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগ এনে এআইএফএফ-কে নির্বাসিত করেছে ফিফা।

কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স এখন পরিচালনা করে এআইএফএফ-কে। তাতেই আপত্তি জানিয়েছে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফা। নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করে সংস্থা পরিচালনার পক্ষে সওয়াল করা হয়েছে। নির্বাচিত কমিটি গঠিত হয়েছে সংস্থা পরিচালনা শুরু হলে নির্বাসন সরিয়ে নেওয়া হবে বলে জানানো হয়েছে ফিফার তরফে। কিন্তু আন্তর্জাতিক ফুটবলে ফিফার তরফে ভারতীয় ফুটবলে এই নিষেধাজ্ঞা লজ্জাকর বলে অভিহিত করেছেন ফুটবল প্রেমী, প্রাক্তন খেলোয়াড়রা। এই নিষেধাজ্ঞায় অনিশ্চিত দেশের ফুটবল। সেই সঙ্গে অনিশ্চিত অক্টোবর মাসে ভারতে আয়োজিত হতে চলা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ফুটবল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ