ম্যাচ গড়াপেটার অভিযোগ ভারতীয় ফুটবলে, তদন্তে সিবিআই

ম্যাচ গড়াপেটার অভিযোগ ভারতীয় ফুটবলে, তদন্তে সিবিআই

 

ম্যাচ গড়াপেটার অভিযোগে উত্তাল ভারতীয় ফুটবল। তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আইলিগের পাঁচটি ক্লাবের দিকে অভিযোগ উঠেছে বলে জানা গিয়েছে। তারমধ্যে রয়েছে এআইএফএফ ও ওড়িশা সরকারের আর্থিক সাহায্যে চলা ক্লাব ইন্ডিয়ান অ্যারোজ।

আন্তর্জাতিক স্তরে ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত সিঙ্গাপুরের উইলসন রাজ পেরুমলকে কেন্দ্র করে ভারতীয় ফুটবলে গড়াপেটার অভিযোগ সামনে এসেছে। সিঙ্গাপুর, ফিনল্যান্ড ও হাঙ্গেরিতে একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি। অভিযোগ উঠেছে, তারই মাধ্যমে গড়াপেটা হয়েছে এবং একাধিক ভুয়ো সংস্থার মাধ্যমে আর্থিক লেনদেন হয়েছে। সিবিআই গত সপ্তাহে সর্বভারতীয় ফুটবল সংস্থার (এআইএফএফ) প্রধান কার্যালয়ে হানা দিয়েছিল। অভিযুক্ত ক্লাবগুলির বিভিন্ন আর্থিক লেনদেন এখন আতসকাচের তলায়। বিনিয়োগ সংক্রান্ত সব তথ্য তাদের কাছে চেয়েছে সিবিআই। ফেডারেশনের তরফে গড়াপেটার বিরুদ্ধে কড়া বার্তা ও তদন্তে সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ