আইএসএল খেলবে আই লিগ বিজয়ী দল, ঐতিহাসিক ঘোষণা ফেডারেশনের

আইএসএল খেলবে আই লিগ বিজয়ী দল, ঐতিহাসিক ঘোষণা ফেডারেশনের

ঐতিহাসিক সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল সংস্থার (এআইএফএফ)। আগামী বছর থেকে আইএসএল খেলবে আই লিগ জয়ী দল। এআইএফএফ-এর সেক্রেটারি জেনারেল শাজি প্রভাকরণ শনিবার এই ঘোষণা করেছেন।

এএফসি এবং এআইএফএফের যৌথ ভাবে ২০১৯ সালে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২০২২-২৩ এবং ২০২৩-২৪ মরসুমের আই লিগ জয়ী দল সরাসরি আইএসএল খেলতে পারবে৷ সেই সঙ্গে ২০২৪-২৫ মরসুম থেকে আইএসএলে অবনমন চালু হবে। সেই সিদ্ধান্ত অনু্যায়ী, আগামী বছর থেকে আই লিগ বিজয়ী দল আইএসএল খেলবে বলে জানানো হয়েছে৷ তবে আইলিগ বিজয়ী দলকে আইএসএল খেলার জন্য অন্যান্য আইএসএল খেলা দলগুলির মতোই লাইসেন্সিং প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ