সন্তানসম্ভবা শিক্ষিকাকে চুলের মুঠি ধরে মার ছাত্রদের, অভিভাবকদের কাছে নালিশের পরিণতি

 

ছাত্রদের সম্পর্কে তাদের অভিভাবকের কাছে নালিশ জানিয়েছিলেন শিক্ষিকা। পরিণতিতে সন্তানসম্ভবা শিক্ষিকাকে স্কুলের ভিতরেই চুলমুঠি ধরে মারধরের অভিযোগ উঠলো ছাত্রদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অসমের ডিব্রুগড় জেলার জওহর নবোদয় বিদ্যালয়ে।

জানা গিয়েছে, স্কুলের সাম্প্রতিক শিক্ষক-অভিভাবক বৈঠকে এক পড়ুয়ার অভিভাবকদের কাছে তার সম্পর্কে অভিযোগ জানান ইতিহাসের শিক্ষিকা। অভিযোগ, এরপরেই স্কুলের প্রশাসনিক ভবনের সামনেই পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ঐ শিক্ষিকাকে ঘিরে ধরে হামলা চালায় কিছু ছাত্র। চুলের মুঠি ধরে তাকে মারধর ও হেনস্থা করা হয়৷ ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য শিক্ষিকা, ছাত্রী ও শিক্ষাকর্মীদের তৎপরতায় রক্ষা পেলেও সংজ্ঞা হারান আক্রান্ত শিক্ষিকা৷ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার এখানেই শেষ নয়। তদন্তের পর, দশম এবং একাদশ শ্রেণির ২২ জন ছাত্র এই ঘটনায় জড়িত ছিল জানতে পেরে স্কুলের ভাইস প্রিন্সিপাল রথিস কুমার তাদের অভিভাবকদের ডেকে পাঠিয়ে বিষয়টি জানান। কিন্তু এরপর ছাত্ররা তাঁর বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে বলে অভিযোগ। তাঁকে ফোনেও হুমকি দেওয়া হয়। তিনি পুলিশের দ্বারস্থ হন। ইতিমধ্যে নবোদয় বিদ্যালয় সমিতির তরফে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করা হচ্ছে এবং দোষী ছাত্রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ