Assam Flood : অসমে বন্যা পরিস্থিতি ভয়াবহ, ৩০টি জেলা বিপর্যস্ত, মৃতের সংখ্যা ১০৭

অসমের বন্যা পরিস্থিতি ক্রমশ ঘোরতর আকার নিচ্ছে। অসমের ৩০টি জেলা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন যোগাযোগ, বিদ্যুৎ পরিষেবা। পানীয় জলের সংকট ক্রমশ তীব্র হচ্ছে। ইতিমধ্যেই দুর্যোগে মৃতের সংখ্যা ১০৭ জনে এসে ঠেকেছে। আশঙ্কা করা হচ্ছে তা আরও বৃদ্ধি পেতে পারে।

অসমে বৃষ্টি কিছুটা কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি বিশেষ হয়নি। এরই মধ্যে পানীয় জলের সংকট দেখা দেওয়ায় কপালে ভাঁজ পড়েছে স্বাস্থ্য দফতরের। জল বাহিত পেটের রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা করা হচ্ছে। অসমের বিপর্যয়ে ভারতীয় সেনা, বায়ুসেনা, রাজ্য ও কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী একযোগে কাজ করছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, শিলচর শহরে প্রত্যহ এক লক্ষ বোতল পানীয় জল পৌঁছে দেবে বায়ুসেনা। বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে খবর, বন্যায় ইতিমধ্যে ৪৫ লক্ষেরও বেশি মানুষ বিপর্যস্ত। খোলা হয়েছে বিভিন্ন ত্রাণ শিবির। সেখানে এখনও পর্যন্ত আশ্রয় নিয়েছেন প্রায় তিন লক্ষ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ