আপনার মোবাইল ফোনের রঙ বলে দেবে আপনার চরিত্র  

images (29)

মোবাইলের ব্যবহার এখন আর শুধু কথোপকথনে সীমাবদ্ধ নেই। টাকা-পয়সার লেনদেন থেকে শুরু করে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা, সবকিছুতেই মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। কিন্তু ফোনের রঙে চরিত্র বিচার? মোবাইল ফোনের রঙ নাকি উন্মোচন করতে পারে চরিত্রের নানান দিক। এমনটাই মত রঙ বিশেষজ্ঞ ম্যাথু রিচারের।

সাদা: বিশেষজ্ঞের মতে, যারা সাদা রঙের ফোন ব্যবহার করেন তারা সাধারণত পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন। পাশাপাশি সাদা ফোন ব্যবহারকারী ব্যক্তিরা তাড়াহুড়ো করে কোনো ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছান না। তার মতে সাদা রং সাধারণত সরলতার প্রতীক। তাই এই রঙের ফোন যারা ব্যবহার করেন তারা খোলামেলা মানুষ হন।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ৩০/৩/২০২৪

কালো: সবচেয়ে বেশি মানুষ কালো রঙের ফোন ব্যবহার করেন। কালো রঙের ফোন যেমন সহজে ময়লা দেখায় না তেমন দাগ-ছোপও কম পড়ে। যারা কালো রঙের ফোন ব্যবহার করেন তারা সাধারণত বাস্তববাদী ও পেশাদার হন। পছন্দ করেন ক্ষমতা ও সৌন্দর্য। পাশাপাশি কালো রঙের ফোন ব্যবহারকারীরা গোপনীয়তা পছন্দ করেন। অর্থাৎ তারা নিজেদের সম্পর্কে কোনো তথ্য বাইরের মানুষের কাছে সহজে প্রকাশ করতে পছন্দ করেন না।  নীল: নীল রঙের ফোন যাদের, তারা কিছুটা মুখচোরা ও আত্মকেন্দ্রিক হন। এ ধরনের মানুষ খুবই শান্ত ও সৃজনশীল হন। পাশাপাশি যারা নীল রং পছন্দ করেন তারা কোনো কাজ করার আগে গভীরভাবে ভাবেন, কর্মক্ষম হলেও তারা নিজের ঢাক নিজে পেটাতে পছন্দ করেন না।   লাল: লাল ফোন যারা ব্যবহার করেন, তারা নাকি নীল রং ব্যবহারকারী ব্যক্তিদের তুলনায় একেবারেই বিপরীত। এরা আত্মপ্রকাশে পিছপা তো হনই না বরং আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করেন। লাল রঙের ফোন থাকলে, তারা খামখেয়ালি, আবেগপ্রবণ, প্রতিস্পর্ধী ও লড়াকু মানসিকতার হন।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ২৮/৩/২০২৪

সোনালি: সোনালি রং বরাবরই ধন-সম্পদের প্রতীক। যারা এই রঙের ফোন ব্যবহার করেন তাদের টাকা-পয়সার প্রতি টান বেশি থাকে। তারা নিজেদের সামাজিক প্রতিপত্তির ব্যাপারেও সদা সতর্ক থাকেন। সূত্র : আনন্দবাজার।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ