Odisha Train Accident : ট্রেন দুর্ঘটনায় এখনও সনাক্ত হয়নি মৃতদেহ, আত্মীয়দের ডিএনএ নমুনা দিতে অনুরোধ

img 20230617 wa0018

ওড়িশার বালেশ্বর থেকে ২০ কিমি দূরে বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, হাওড়াগামী বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ি। মৃত্যু হয় ২৮৮ জনের। সেই ঘটনায় এখনও চিহ্নিত হয়নি অনেক মৃতদেহ। তা সনাক্তকরণের জন্য মৃতদের নিকট আত্মীয়দের ডিএনএ নমুনা প্রদানের অনুরোধ করে বিজ্ঞপ্তি প্রকাশ করলো ভারতীয় রেল।

রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ভারতীয় রেলের তরফে এতদ্বারা ২ রা জুন তারিখে বাহানগা বাজার, জেলা- বালাসোর ওড়িশাতে ১২৮৪১ শালিমার-এমজিআর চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস এবং ১২৮৬৪ এসএমভিপি-হাওড়া এক্সপ্রেস-এর সাম্প্রতিক ট্রেন দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের সকল আত্মীয়/নিকট আত্মীয়দের অনুরোধ করা হচ্ছে যে চিহ্নিত না হওয়া মৃতদেহ দাবি করার জন্য নিজেদের পরিচয় এবং মৃত ব্যক্তির সাথে সম্পর্ক প্রমাণ করার জন্য স্বতঃপ্রণোদিত হয়ে নিজেদের ডিএনএ নমুনা দান করুন।” যোগাযোগের স্থান এইএমস ভুবনেশ্বরের অ্যাকাডেমিক ব্লক। রেলের হেল্পলাইন নম্বর ১৩৯।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ