প্রজাতন্ত্র দিবস : ফিরে দেখা ১৯৫০ সালের প্রথম উদযাপন

স্বাধীন ভারতের ইতিহাসে এক অন্যতম গুরুত্বপূর্ণ দিন। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি প্রথম বার পালিত হয় দেশের প্রজাতন্ত্র দিবস। সকাল ১০ টা বেজে ১৮ মিনিটে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের সংবিধান কার্যকরী হয়। এক গণতান্ত্রিক সার্বভৌম রাষ্ট্রের সূচনা হয়।

চক্রবর্তী রাজাগোপালাচারী ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন। ১৯৫০ সালের এই দিনে গভর্নমেন্ট হাউসের দরবার হলে শপথ নেন দেশের প্রথম রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্রপ্রসাদ। স্বশস্ত্রবাহিনী ৩১ রাউন্ড গুলি ছুঁড়ে গান স্যালুটের মাধ্যমে তাঁকে সম্মান জানায়। আরউইন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। প্রথম প্যারেড অনুষ্ঠিত হয় এই স্টেডিয়ামেই। অংশ গ্রহন করেন সেনাবাহিনী, বায়ুসেনা এবং পুলিস বাহিনী। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি প্রথম প্যারেডে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ডাঃ সুকর্ণো প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ