প্রজাতন্ত্র দিবস : রাজপথে হতে চলা কুচকাওয়াজের কিছু বিস্ময়কর তথ্য

দেশের প্রথম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয় ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজও অনুষ্ঠিত হয়। কিন্তু বর্তমানের মতো দিল্লির রাজপথে নয়, দেশের প্রথম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ হয় আরউইন স্টেডিয়ামে বর্তমানে যা ন্যাশনাল স্টেডিয়াম নামে পরিচিত। এর পরবর্তী বছরগুলিতে ১৯৫১, ১৯৫২ এবং ১৯৫৩ সালে যথাক্রমে কিংসওয়ে, লাল কেল্লা ও রামলীলা ময়দানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ১৯৫৫ সাল থেকে স্থায়ী ভাবে দিল্লির রাজপথে অনুষ্ঠিত হতে থাকে এই ঐতিহ্যবাহী কুচকাওয়াজ।

প্রত্যেক বছরের কুচকাওয়াজের অনুষ্ঠানে আমন্ত্রিত থাকেন এক বা একাধিক দেশের রাষ্ট্রপ্রধান, ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। থাকেন একজন প্রধান অতিথিও। অনুষ্ঠানের শুরুতে প্রথমে আসেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির অশ্বারোহী দেহরক্ষীরা জাতীয় পতাকাকে অভিবাদন জানান এবং শুরু হয় জাতীয় সঙ্গীত। তারই মাঝে ‘‌২৫-পন্ডার্স’‌ নামে পরিচিত ভারতীয় সেনার ৭ টি কামান থেকে ২১ রাউন্ড ফায়ার করে দেওয়া হয় গান স্যালুট।

এই কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয় আগের বছরের জুলাই মাস থেকে। ২৬ জানুয়ারি অংশ নেওয়ার আগে প্রায় ৬০০ ঘণ্টা করে অনুশীলন করেন প্রত্যেকটি দল। কুচকাওয়াজে ৯ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন তাঁরা। কুচকাওয়াজের সময় চলে ”‌অ্যাবাইড উইথ মি” গানটি। ২০০টি সূচকের ভিত্তিতে সেরা অংশগ্রহণকারী দলকে ‘‌সেরা মার্চিং গ্রুপ’‌ খেতাব দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ