Republic Day 2024: ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস! দেশের সংবিধান কার্যকর হওয়ার দিন

img 20240113 wa0000

আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। ১৯৫০ সালের এই দিনেই কার্যকর হয়েছিল বিশ্বের সার্বভৌম রাষ্ট্রগুলির মধ্যে বৃহত্তম লিখিত সংবিধান। একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে আত্মপ্রকাশ করেছিল ভারত।

১৯৪৭ সালের ১৫ আগস্ট। দেশ স্বাধীন হল। কিন্তু একটি স্বাধীন দেশকে পরিচালনা করার জন্য প্রয়োজন সঠিক দিশার। তার আগে পর্যন্ত দেশে জারি ছিল ১৯৩৫ সালের ভারত শাসন আইন। স্বাধীনতার পর গঠিত হয় গণপরিষদ। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পরিষদের অধিবেশনে একাধিক কমিটি গঠন করার প্রস্তাব দেওয়া হয়। ১৯৪৭ সালের ২৯ আগস্ট ড. বি. আর. আম্বেডকরের নেতৃত্বে আরও ছয় জন সদস্য সহ খসড়া কমিটি গঠিত হয়। ১৯৪৭ সালের ৪ নভেম্বর সেই কমিটি একটি খসড়া সংবিধান রচনা করে গণপরিষদে পেশ করে। শুরু হয় মূল সংবিধান রচনা। ২ বছর ১১ মাস ১৮ দিন পরে ১৯৫০ সালের ২৪ জানুয়ারি গণপরিষদের মোট ৩০৮ জন সদস্য সংবিধান নথির দুটি হস্তলিখিত কপিতে সই করেন। ২৬ জানুয়ারি কার্যকর হয় সেই সংবিধান।

বর্তমানে ভারতের সংবিধান একটি প্রস্তাবনা, ২৫টি অংশে বিভক্ত ৪৭০টি ধারা, ১২টি তফসিল, ৫টি পরিশিষ্ট ও মোট ১০৫টি আমেন্ডমেন্ট। আর আমাদের দেশ একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ,গণতান্ত্রিক প্রজাতন্ত্র। সংবিধানে সরকারের গঠন, কার্যপদ্ধতি, ক্ষমতা ও কর্তব্য নির্ধারণ, মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি এবং নাগরিকদের কর্তব্য নির্ধারণ করা হয়েছে। সংবিধানে নির্দিষ্ট করা হয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সংসদীয় গণতন্ত্র, স্বাধীন বিচারব্যবস্থা।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ