প্রজাতন্ত্র দিবস : ২৬ জানুয়ারি এক অন্য স্বাধীনতা দিবসের গল্প

স্বাধীন ভারতের প্রজাতন্ত্র দিবস ২৬ জানুয়ারি। ১৯৫০ সালে ২৬ জানুয়ারি গণপরিষদ কর্তৃক কার্যকর হয়েছিল দেশের সংবিধান। দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন ডঃ রাজেন্দ্রপ্রসাদ। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র সরু করেছিল তার পথ চলা। কিন্তু এই দিনটির সঙ্গে জড়িয়ে আছে এক অন্য স্বাধীনতার গল্প। পরাধীন ভারতের এক অন্য স্বাধীনতা দিবসের গল্প।

২৬ জানুয়ারি। এই দিনটিই প্রথম ঘোষিত হয়েছিল আমাদের স্বাধীনতা দিবস হিসেবে। ১৯৩০ সাল, তখনও দেশ পরাধীন। ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের তরফে পূর্ণ স্বরাজের দাবি জানালেন দেশের জাতীয়তাবাদী নেতারা। তার আগে ডিসেম্বর ৩১, ১৯২৯ সাল। জাতীয় কংগ্রেসের ৪৫তম অধিবেশন। লাহোরে তৎকালীন কংগ্রেস প্রেসিডেন্ট জওহরলাল নেহেরু ভারতের পতাকা উত্তোলন করেন। কংগ্রেস ২৬শে জানুয়ারি ‘স্বাধীনতা দিবস’ হিসাবে ঘোষণা করে। সঙ্গে উত্থাপিত হয় পূর্ন স্বরাজের দাবি। জানানো হয়, আপোষমূলক ডোমিনিয়ন স্ট্যাটাস আর না! পূর্ণ স্বরাজই হবে জাতীয় কংগ্রেসের একমাত্র লক্ষ্য।

এরপরে দেশ স্বাধীন হয় ১৯৪৭ সালে। গঠিত হয় দেশের সংবিধান। সংবিধানকে কার্যকরী করার জন্য সম্মান প্রদর্শন পূর্বক বেছে নেওয়া হয় দেশের সেই প্রথম ‘স্বাধীনতা দিবস’টিকেই। ২৬ জানুয়ারি দেশের ‘পূর্ন স্বরাজ দিবস’, দেশের প্রথম ‘স্বাধীনতা দিবস’ হয়ে ওঠে ‘প্রজাতন্ত্র দিবস’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ