Assistant Professor UGC : নেট পাশ হলেই পড়ানো যাবে বিশ্ববিদ্যালয়ে, জানালেন ইউজিসি চেয়ারপার্সন

Assistant Professor UGC : নেট পাশ হলেই পড়ানো যাবে বিশ্ববিদ্যালয়ে, জানালেন ইউজিসি চেয়ারপার্সন

ইউজিসি চেয়ারপার্সন এম জগদীশ কুমার জানালেন, ডক্টর অফ ফিলোজফি বা পিএইচডি ডিগ্রি না থাকলেও নেট পাশ হলে সহকারী অধ্যাপক হিসাবে চাকরির জন্য আবেদন করা যাবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে।

এর আগে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপকের পদে আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা হিসাবে পিএইচডি ডিগ্রি থাকা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছিল ইউজিসি। করোনা কালে তা প্রযোজ্য এখনও হয়নি তবে শীঘ্রই লাগু করার কথা থাকলেও নুতন ঘোষণা করলেন ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের (ইউজিসি) চেয়ারপার্সন এম জগদীশ কুমার। হায়দরাবাদে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নবনির্মিত ইউজিসি এইচআরডিসি ভবনের উদ্বোধনে এসে তিনি জানান, ন্যাশানাল এলিজিবিলিটি টেস্ট তথা নেট পাশ হলে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগের জন্য আবেদন করা যাবে। পিএইচডি ডিগ্রি বাধ্যতামূলক নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ