Durga Puja : ভার্চুয়াল মাধ্যমে পিড়াকাটার পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর, মানসিক ভাবে পাশে থাকার বার্তা

Durga Puja : ভার্চুয়াল মাধ্যমে পিড়াকাটার পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর, মানসিক ভাবে পাশে থাকার বার্তা

বৃহস্পতিবার শালবনীর পিড়াকাটা বাজার সর্বজনীন দুর্গাপূজা কমিটির পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজ বাসভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধন করেন তিনি। মহালয়া শনিবার। তার আগে এইদিন ভার্চুয়াল মাধ্যমে প্রায় ৮০০টি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শারীরিক কারণে সশরীরে উদ্বোধন করতে না পারলেও মানসিক ভাবে সঙ্গে থাকার বার্তা দিয়েছেন তিনি।

আরও পড়ুন:  Laxmi Bhandar : খুশির খবর মহিলামহলে, লক্ষ্মী ভাণ্ডারে আসতে পারে পরিবর্তন

শালবনীর পিড়াকাটা বাজার সর্বজনীন দুর্গাপূজা কমিটি এবারের পুজোয় থাকছে বিশেষ অভিনবত্ব। পুজোর বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা। ইতালির রোমের ভ্যাটিকান সিটি-র আদলে তৈরি হচ্ছে এবারের মণ্ডপসজ্জা। বৃহস্পতিবার বিকালে ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী৷ পুজো মণ্ডপে লাগানো পর্দায় ভেসে ওঠে মুখ্যমন্ত্রীর প্রতিচ্ছবি। মুখ্যমন্ত্রী বলেন, “আমি এমনিতে ঠিক আছি। কিন্তু আমার পায়ে একটা চোট আছে। সেই চোট সারতে কিছুদিন লাগবে। ওখানে একটা ইনফেকশন হয়ে গিয়েছে। এখন হাটাচলা শুরু করে ওটা আরও বাড়বে। তাই ডাক্তাররা বারণ করেছেন। আমি সশরীরে আপনাদের সঙ্গে উপস্থিত থাকতে না পারলেও, মানসিকভাবে আমি আপনাদের কাছে পৌঁছে গিয়েছি।”

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ