BRAKING NEWS

Woman Loco Pilot : এবার বন্দে ভারত এক্সপ্রেস প্রথম মহিলা চালকের হাতে

এবার বন্দে ভারত এক্সপ্রেস চালাবেন মহিলা লোকো পাইলট। বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম মহিলা লোকো পাইলট হিসাবে মুম্বই-পুণে-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস চালানোর দায়িত্ব পেলেন এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট সুরেখা যাদব। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইটারে ছবি প্রকাশ করে এই ঘোষণা করেছেন।

ইঞ্জিনিয়ারিং মাধ্যমে ডিপ্লোমা পাশ করার পর ১৯৮৯ সালে সহকারী ট্রেনচালক হিসেবে কর্মজীবন শুরু করেন সুরেখা যাদব। এরপর দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন রুটে বিভিন্ন মাধ্যমের ট্রেন চালিয়েছেন। এবার প্রথম মহিলা হিসেবে ভারতের অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস চালানোর দায়িত্ব পেলেন তিনি। মুম্বই-পুণে-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস চালানোর আগে তাঁকে দীর্ঘ বিশেষ প্রশিক্ষণও নিতে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *