UPI Payment: সবসময় ইউপিআই পেমেন্ট করেন? সতর্ক থাকুন কয়েকটি বিষয়ে

UPI Payment: সবসময় ইউপিআই পেমেন্ট করেন? সতর্ক থাকুন কয়েকটি বিষয়ে

আজকাল চায়ের দোকান থেকে মুদিখানা দোকান। মাছের বাজার থেকে মাংসের দাম সবকিছুই মেটানো হচ্ছে চটজলদি ইউপিআই পেমেন্টের মাধ্যমে। দোকানে লাগানো কিউআর কোড স্ক্যান করে নিমেষে পেমেন্ট করা হচ্ছে টাকা। কিন্তু মোবাইল থেকে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করার আগে কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। কারণ ইউপিআই ওয়ালেট ছাড়াও সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্টের সময় অসতর্কতার কারণে উধাও হতে পারে টাকা।

১. ট্রানজাকশন লিমিট বজায় রাখুন এবং পেমেন্টের আগে অ্যাসোসিয়েটেড ফি সম্পর্কে ওয়াকিবহাল থাকুন।

২. আপনার অ্যাকাউন্ট পাসওয়ার্ড, ইউপিআই পিননম্বর বা বায়োমেট্রিক অথেনটিকেশন সুরক্ষিত রাখুন। কাউকে জানাবেন না।

৩. টাকা পাঠানোর আগে রিসিভার ডিটেল ভালো করে দেখে নিন।

৪. কিউআর কোড স্ক্যানের পর পেমেন্টের জন্য ইউপিআই পিন দেওয়ার আগে রিসিভার ও পেমেন্টের পরিমাণ ভালো করে দেখুন।

৫. ট্রানজাকশন হিস্ট্রি ও ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়মিত রিভিউ করুন।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ