ATM : এটিএম-এ টাকা তোলায় নয়া নিয়ম! থাকছে কিউআর কোড স্ক্যান

images 2024 01 01t192645.489

টাকা লেনদেনের ক্ষেত্রে বা দোকানে জিনিসপত্র কেনার পর পেমেন্ট করার সময়েই ব্যবহার করা হয় ইউপিআই পেমেন্ট অপশন। অনেক সময় কিউআর কোড স্ক্যান করেও সহজেই টাকা মেটানো যায়। কিন্তু এই টাকা লেনদেনের উপায় সহজ হওয়ার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে জালিয়াতির সম্ভাবনাও। নিরাপত্তার খাতিরে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে শুরু করছে একাধিক নতুন নিয়ম।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 31/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

১. ইউপিআই এটিএম খোলার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এটিএম কার্ড লাগবে না। পরিবর্তে ফোনের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করেই টাকা তোলা যাবে।
২. এক বছর বা বেশি সময় ধরে ব্যবহৃত না হওয়া ইউপিআই আইডিগুলি ব্লক করে নিষ্ক্রিয় করা হবে ১ লা জানুয়ারি থেকেই।
৩. ইউপিআই এর মাধ্যমে টাকা লেনদেনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি পেয়ে ১ লক্ষ টাকা হচ্ছে। যদিও পড়াশোনা বা স্বাস্থ্য খাতে এই লেনদেনের ঊর্ধ্বসীমা ৫ লক্ষ টাকা থাকছে।
৪. প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট বা অনলাইন ওয়ালেটে টাকা লেনদেনের ক্ষেত্রে ২ হাজার বা তার বেশি অঙ্কের লেনদেনে ১.১ শতাংশ কর ধার্য হবে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ