স্মার্ট ফোন চুরি হয়েছে? কি করবেন তখন?

images 2023 12 25t210840.261

স্মার্ট ফোন আজকাল আমাদের সব সময়ের সঙ্গী। ঘরে বা বাইরে, এটি আমাদের সঙ্গেই থাকে। মোবাইল ব্যবহারের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মোবাইল চুরিও। মোবাইলের সঙ্গে খোয়া যাচ্ছে ব্যক্তিগত ছবি, নথি, তথ্য। তাই মোবাইল খোয়া গেলেই কয়েকটি পদক্ষেপ নেওয়া অবশ্যই জরুরি।

১. ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে প্রথমে আপনার টেলিকম অপারেটরকে ফোন করে চুরির বিষয়টি নথিবদ্ধ করে সিমের পরিষেবা ব্লক করুন।
২. অ্যান্ড্রয়েড ফোন হলে তাতে থাকা ‘Find My Device’ টুল ব্যবহার করে ফোনের লোকেশন সার্চ করতে পারেন।
৩. ফোন চুরি গেছে নিশ্চিত হলে ‘Find My Device’ টুল ব্যবহার করে ফোনে থাকা সব তথ্য ও নথি মুছে ফেলুন।
৪. https://www.ceir.gov.in/Home/index.jsp ওয়েবসাইটে গিয়ে ফোনের IMEI নম্বর ব্লক করুন।
৫. নিকটস্থ থানায় গিয়ে সমস্ত তথ্য দিয়ে এফআইআর করুন। এটি আপনার ফোন ফিরে পেতে ও অপব্যবহার আটকাতে সাহায্য করবে। সেই সঙ্গে ব্লক করা নম্বরের সিম পেতে সাহায্য করবে।

 

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ