কৃত্রিম মেধার গ্রাসে চাকরি! পেটিএম-এ ছাঁটাই হাজারের বেশি কর্মী

images 2023 12 25t213915.414

কৃত্রিম মেধা তথা এআই যত কর্মসক্ষম ও উন্নত হয়েছে, ততই চাকারির বাজারে প্রভাব পড়তে শুরু করেছে। একই রকম ধরণের লজিকাল কাজগুলি সম্পন্ন করতে মানুষ কর্মীদের তুলনায় অনেক বেশি দক্ষতার পরিচয় দিচ্ছে এআই। ফলাফল ছাঁটাই। বড়দিনের সপ্তাহেই ছাঁটাই করলো বিখ্যাত ভারতীয় সংস্থা পেটিএম। এক লপ্তে প্রায় হাজারের বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে।

এআই-এর বাড়বাড়ন্ত চাকরির বাজারে প্রভাব ফেলবে তা আগেই আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। এমনকি অনেক চাকরি বাজার থেকে বিলুপ্ত হবে বলেও ভবিষ্যৎবাণী করা হচ্ছে। এরই মধ্যে গত অক্টোবর থেকে ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করেছিল পেটিএমের মূল সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশন লিমিটেড। সম্প্রতি পেটিএম-সহ বিভিন্ন বিভাগ থেকে হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছে সংস্থাটি। সংস্থাকে আরও কর্মক্ষম বানাতে ও খরচ কমাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন সংস্থার মুখপাত্র। অন্যদিকে বিভিন্ন কাজের ক্ষেত্রে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার কর্মকুশলতায় তাঁরা মুগ্ধ বলেও ব্যাখ্যা করেছেন তিনি।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ