WhatsApp : বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ, এখনই সতর্ক হোন

WhatsApp : বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ, এখনই সতর্ক হোন

যে স্মার্ট ফোনগুলিতে (Smart Phone) অ্যান্ড্রয়েড (Android) অপারেটিং সিস্টেম রয়েছে তেমন অনেক ফোনহোয়াটসঅ্যাপ (WhatsApp) বন্ধ হতে পারে শীঘ্রই। হোয়াটসঅ্যাপের মালিকানা সংস্থা তথ্যপ্রযুক্তি সংস্থা মেটা (Meta) তেমনটাই জানিয়েছে। কিন্তু বিশেষ পদক্ষেপ নিলে সেই সম্ভাবনা নেই।

বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপ যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। মেসেজিং, ভিডিও কল, ভয়েস কল, টাকা পাঠানোর মতো একাধিক সুবিধা দেয় দল সেটি। নোটস চালাচালি থেকে অফিসের কাজকর্ম সব কিছুতেই এখন হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে দূরের প্রিয়জনের সঙ্গে বার্তালাপ তো আছেই। এই পরিস্থিতিতে যদি হঠাৎ পরিষেবা বন্ধ হয়ে যায় আতান্তরে পড়বেন সকলে। তথ্যপ্রযুক্তি সংস্থা মেটা জানিয়েছে, যে সমস্ত ফোনে অ্যান্ড্রয়েডের পুরনো সংস্করণ রয়েছে সেগুলিতে আগামী ২৪ অক্টোবর থেকে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হতে চলেছে। অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেমের নীচে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ।

আরও পড়ুন:  WhatsApp Modi : এবার হোয়াটসঅ্যাপ আপডেট করলেই মোদির বার্তা

পরিষেবা চালু রাখতে কি করনীয় –
১. অ্যান্ড্রয়েড ৫.০ বা তার চেয়ে আধুনিক ওএস ভার্সন রয়েছে এমন স্মার্ট ফোন ক্রয় করুন।
২. ফোনে সফটওয়্যার আপডেট অপশন আধুনিক অ্যান্ড্রয়েড ভার্সন আপডেটের সুবিধা দিলে তা করে নিন।
৩. একান্তই হোয়াটসঅ্যাপ অকেজো হলে অন্য কোনও বিকল্প ম্যাসেজিং অ্যাপ ব্যবহার করুন। যেমন- টেলিগ্রাম, সিগন্যাল।

আরও পড়ুন:  WhatsApp Modi : এবার হোয়াটসঅ্যাপ আপডেট করলেই মোদির বার্তা

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ