ASIA CUP 2023: এশিয়া কাপের ক্রীড়াসূচি ঘোষিত

ASIA CUP 2023: এশিয়া কাপের ক্রীড়াসূচি ঘোষিত

এশিয়ান ক্রিকেট কাউন্সিল আজ বুধবার এশিয়া কাপ ২০২৩ এর ক্রীড়াসূচী ঘোষণা করেছে। চলতি বছরের আগস্টের শেষ দিকে পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান দল। মুলতানে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট। একই সময়ে, টিম ইন্ডিয়া তাদের প্রথম ম্যাচে ২ই সেপ্টেম্বর ক্যান্ডিতে পাকিস্তানের মুখোমুখি হবে।

দুই গ্রুপে মুখোমুখি হবে এই দলগুলো :
‘এ’ গ্রুপে টিম ইন্ডিয়া ছাড়াও রয়েছে পাকিস্তান ও নেপালের দল। একই সঙ্গে ‘বি’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ। উভয় গ্রুপের শীর্ষ-২ দল সুপার-৪ খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার-৪-এ মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। একই সঙ্গে ফাইনাল ম্যাচেও মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান দল।

এশিয়া কাপের পুরো ক্রীড়াসূচী :
পাকিস্তান বনাম নেপাল – ৩০ আগস্ট।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা – ৩১ আগস্ট।
ভারত বনাম পাকিস্তান – ২ই সেপ্টেম্বর।
বাংলাদেশ বনাম আফগানিস্তান – ৩ই সেপ্টেম্বর।
ভারত বনাম নেপাল – ৪ই সেপ্টেম্বর
শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান – ৫ই সেপ্টেম্বর।
সুপার ৪ এর ম্যাচ গুলি :
A1 বনাম B2 – ৬ই সেপ্টেম্বর।
B1 বনাম B2 – ৯ই সেপ্টেম্বর।
A1 বনাম A2 – ১০ সেপ্টেম্বর।
A2 বনাম B1 – ১২ই সেপ্টেম্বর।
A1 বনাম B1 – ১৪ই সেপ্টেম্বর।
A2 বনাম B2 – ১৫ই সেপ্টেম্বর।
ফাইনাল – ১৭ই সেপ্টেম্বর।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ