ASIA CUP : ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা গেল বাংলাদেশ

ASIA CUP : ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা গেল বাংলাদেশ

এশিয়া কাপ ২০২৩ আগামী ৩০শে আগস্ট থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হতে যাচ্ছে। এশিয়ান দেশগুলোর এই শ্রেষ্ঠত্বের মঞ্চে লড়তে প্রস্তুত বাংলাদেশ। বাংলাদেশ তিনবার এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছিল এবং ট্রফি জয়ের খুব কাছে এসেছিল কিন্তু ট্রফি জয় করতে পারেনি।

এশিয়া কাপ ২০২৩ এর ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে এদিন এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা গেল বাংলাদেশ দল। শ্রীলঙ্কার ফ্লাইট ধরতে দুপুরে বিমানবন্দরে আসেন ক্রিকেটাররা। তবে ওপেনিং ব্যাটসম্যান লিটন দাস অসুস্থ থাকায় শ্রীলঙ্কার ফ্লাইটে অনুপস্থিত ছিলেন। সুস্থ হলে লিটন দাস দলে যোগ দেবেন বলে জানা গেছে। বিমানবন্দরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তাসকিন। তিনি বলেন আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হব। দলগতভাবে যেন ভালো ক্রিকেট খেলতে পারি।

আরও পড়ুন:  Asia Cup 2023 : ভারতের প্রস্তুতি শুরু, বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে টিম ইণ্ডিয়া

তিনি আরো বলেন স্পষ্টতই আমরা চ্যাম্পিয়ন হতে চাই কিন্তু মূল বিষয় হল আরও ভালো ক্রিকেট খেলা যেহেতু আমাদের বিশ্বকাপ খুব শীঘ্রই আসছে। আমরা যদি আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি তাহলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। আগামী ৩১শে আগস্ট পাল্লেকেলেতে এশিয়া কাপে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

আরও পড়ুন:  ASIA CUP 2023 : ভারত-পাকিস্তান ম্যাচে কে বিজয়ী হবে?

এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শাইক হাসান মাহমুদ। , নাইম শেখ, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ