Medinipur : জেলাশাসকের সমন্বয় বৈঠক, প্রকল্প রূপায়ণে দ্রুততার বার্তা

Medinipur : জেলাশাসকের সমন্বয় বৈঠক, প্রকল্প রূপায়ণে দ্রুততার বার্তা

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
বুধবার মেদিনীপুরে জেলাশাসকের দপ্তরের জেলার সমস্ত দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে মাসিক সমন্বয় বৈঠক করলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরি।

এইদিন বৈঠকে জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসকরা এবং জেলার সব দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। বৈঠকে সমস্ত দপ্তরের কাজের গতি নিয়ে পর্যালোচনা করা হয়। জেলাশাসক জানান, রাস্তাঘাট নির্মাণ ও অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। সেই সঙ্গে কাজের গুণগত মানের সঙ্গেও কোনরকম আপোষ করা যাবে না। রাজ্যে বর্ষা এসেছে। এই পরিস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য বিভিন্ন দপ্তরগুলোকে প্রস্তুত এবং তৎপর থাকার নির্দেশও দিয়েছেন জেলাশাসক।

আরও পড়ুন:  Garbeta : বিজেপি কর্মীর মুখে প্রস্রাবের অভিযোগ, অস্বীকার তৃণমূলের

বৈঠকে উঠে এসেছে জেলার বিভিন্ন প্রকল্পের গতিপ্রকৃতিও। বিগত এক মাসে মোট প্রায় ২০৪.২৭ কোটি টাকার ২৮টি প্রকল্প শেষ হয়েছে। মাদুর হাব, সবং ফায়ার স্টেশন, সাইকেল হাব, বিভিন্ন রাস্তা তৈরি ও পানীয় জল প্রকল্প প্রায় শেষের পথে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ