Asian Games : ‘চক দে’ চীনে! সোনা এবার হকিতে! জাপানকে হারিয়ে এশিয়া সেরা ভারত

Asian Games : 'চক দে' চীনে! সোনা এবার হকিতে! জাপানকে হারিয়ে এশিয়া সেরা ভারত

এশিয়ান গেমস হকির ফাইনালে জাপানকে পর্যুদস্ত করে সোনা জিতে নিল ভারত। গতবারে ব্রোঞ্জ জিতে সন্তুষ্ট থাকা ভারতীয় সিংহদের এবার সোনা দখল। জাপানকে ৫-১ গোলে চূর্ণ করে এশিয়া সেরা হরমনপ্রীতরা। ফাইনালে জোড়া গোল করলেন হরমনপ্রীত সিংহ। একটি করে গোল করেছেন মনপ্রীত সিংহ, অমিত রোহিদাস এবং অভিষেক।

জাপানকে গ্রুপ পর্বেই হারিয়েছিল ভারত। কিন্তু সেই ম্যাচে ৪-২ গোলে হারের পরেও ফাইনালে উঠে আসে দ্বীপরাষ্ট্র। ফলে ফাইনাল ছিল সম্পূর্ণ আলাদা। চূড়ান্ত রক্ষণাত্মক ভাবে খেলা শুরু করেছিল জাপান। সেই সঙ্গে গোলকিপার থেকে খেলা শুরু করে বারবার প্রতিআক্রমণে উঠছিল। কিন্তু খেলা যত এগোলো ভেঙে পড়লো জাপানি রক্ষণ। সুখজিৎ, মনদীপ এবং মনপ্রীতকে আক্রমণে রেখে নেমেছিল ভারত। কিন্তু বারবার জাপানের রক্ষণে আটকে যাচ্ছিল আক্রমণ। ২৫ মিনিটের মাথায় রিভার্স হিটে গোল করেন মনদীপ। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই একটি পেনাল্টি কর্নার পেলেও গোল হয়নি। এরপরের কর্নারেই ড্র্যাগ ফ্লিকে গোল করে যান হরমনপ্রীত। অমিত রোহিদাস করেন তৃতীয় গোল।

আরও পড়ুন:  Cricket World Cup 2023 : ওয়ানডে বিশ্বকাপে রেকর্ড গড়ার সুযোগ রয়েছে রোহিত শর্মার, করতে হবে এত রান

অভিষেকের স্টিক থেকে ম্যাচের চতুর্থ কোয়ার্টারে গোল গোল আসে। শেষ কোয়ার্টারে জাপান একটি গোল শোধ করলেও শেষ রক্ষা হয়নি। হরমনপ্রীত ম্যাচ শেষের ৪১ সেকেন্ড আগে শেষ গোলটি করেন। ৫-১ গোলে ফাইনাল জিতে নেয় ভারত। ২২টি সোনা, ৩৪টি রুপো, ৩৯টি ব্রোঞ্চ সহ মোট ৯৫টি পদক নিয়ে এখন পদক তালিকায় চার নম্বরে ভারত৷

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ