IPL Auction 2024: হার্দিকের বিকল্প! গুজরাট নিলামে কাদের গুরুত্ব দিতে পারে

IPL Auction 2024: হার্দিকের বিকল্প! গুজরাট নিলামে কাদের গুরুত্ব দিতে পারে

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে গতবারের আইপিএল ফাইনালিস্ট ও ২০২২ সালের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। সেই হার্দিক এইবছর গুজরাট ছেড়ে মুম্বাইয়ের অধিনায়ক। গুজরাট টাইটান্স নতুন অধিনায়ক করেছে গতবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা ও সর্বোচ্চ রান সংগ্রাহক শুভমন গিলকে। কিন্তু হার্দিক না থাকায় অভাব ব্যাটিং ও বোলিং বিভাগে অনুভব করতে পারে শুভমনের দল। তাই আসন্ন নিলামে বিশেষ কয়েকজন ক্রিকেটারের দিকে নজর থাকবে তাদের।

১. ট্রাভিস হেড: অস্ট্রেলিয়াকে প্রায় একাই বিশ্বকাপ ফাইনালে জিতিয়েছেন ট্রাভিস। ব্যাট হাতে দ্রুত রান করতে পারেন। টি২০ তেও সমান বিধ্বংসী। শুভমনের সঙ্গে ওপেনে ভাল বিকল্প হতে পারেন তিনি। সেই সঙ্গে স্পিন বোলিং-এর উপযোগী।

২. ড্যারিল মিচেল: নিউজিল্যান্ডের এই ব্যাটার বিশ্বকাপে ভাল খেলেছেন। ভারতের বিরুদ্ধে ২টি ম্যাচে শতরান করেছেন। গুজরাট টাইটান্সের মিডল অর্ডারে হার্দিকের অভাব পূরণ করতে পারবেন তিনি। পেস বোলিং-ও করতে পারেন মিচেল।

৩. জেরাল্ড কোয়েৎজি: বিশ্বকাপে দক্ষিণ অফ্রিকার হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারী। ব্যাট হাতেও টেল এন্ডার হিসাবে যথেষ্ট উপযোগী। এমন একজনকে দলে নিতে চাইবে গুজরাট।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ