World Cup 2023 : ছিটকে গেলেন হার্দিক, চাপে ভারতীয় দল

World Cup 2023 : ছিটকে গেলেন হার্দিক, চাপে ভারতীয় দল

ক্রিকেট সমর্থকদের আশঙ্কাই অবশেষে সত্য হল। বাংলাদেশ ম্যাচে চোটের কারণে রবিবার ধর্মশালায় হতে চলা নিউজিল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া। তাঁকে চিকিৎসার জন্য বেঙ্গালুরু নিয়ে যাওয়া হয়েছে বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানা গিয়েছে।

বৃহস্পতিবার পুনেতে ছিল ভারত বনাম বাংলাদেশ ম্যাচ। সেই ম্যাচে প্রথম বল করে ভারত। ভারতের নবম ওভারে নিজের প্রথম ওভার করতে আসেন হার্দিক পান্ডিয়া। লিটন দাসের মারা স্ট্রেট ড্রাইভ ফলো থ্রুতেই পা দিয়ে আটকাতে যান তিনি। কিন্তু পা পিছলে যায়। সমস্ত শরীরের ভর পায়ে পড়ে গোড়ালি ঘুরে যায়। যন্ত্রণাকাতর হতে পড়েন হার্দিক। ছুটে আসেন ফিজিও। এরপর নিজের ওভার শেষ করতে না পেরেই মাঠ ছাড়েন অলরাউন্ডার। শেষ তিনটি বল করেন বিরাট কোহলি। আর মাঠে নামেননি হার্দিক, ব্যাট করারও প্রয়োজন হয়নি।

আরও পড়ুন:  ODI WC 2023: দিল্লিতে ইংল্যান্ডকে হারিয়ে ঐতিহাসিক জয় আফগানিস্তানের

পরে জানা যায়, তাঁকে স্ক্যান করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার দুপুরে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, আগামী রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন না হার্দিক। চিকিৎসার জন্য হার্দিককে নিয়ে যাওয়া হয়েছে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানে বোর্ডের মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা তাঁর চোট খতিয়ে দেখবেন। দলের সঙ্গে ধর্মশালা যাবেন না। সব কিছু ঠিক থাকলে সরাসরি লক্ষ্ণৌতে ইংল্যান্ড ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ