IPL Auction 2024 : নিলামে কেকেআর কাদের জন্য ঝাঁপাতে পারে?

IPL Auction 2024 : নিলামে কেকেআর কাদের জন্য ঝাঁপাতে পারে?

বিশ্বকাপের পরে এবার আসন্ন আইপিএল। শুরু হয়েছে প্রস্তুতি। আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ের কোকাকোলা এরিনায় আইপিএল ২০২৪ এর নিলাম। তার আগে ঘর গোছাতে পরিকল্পনায় ব্যস্ত কলকাতা নাইট রাইডার্স। ইতিমধ্যেই কেকেআর-কে অধিনায়ক হিসাবে আইপিএল ট্রফি দেওয়া প্রাক্তন গৌতম গম্ভীর মেন্টর হিসাবে দলে যোগ দিয়েছেন। স্বাভাবিক ভাবেই এবারের দল গঠনে কেকেআর-এর হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন তিনি। এই মরশুমের অধিনায়ক হিসাবে শ্রেয়স আইয়ারের নাম ঘোষনাকরেছে দল৷ এবার নিলামে দল গুছিয়ে নেওয়ার পালা শাহরুখ খানের দলের।

কেকেআরের রিটেইন তালিকায় রয়েছেন আফগান উইকেট রক্ষক-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। তিনি ছাড়া অন্য কোনও উইকেট রক্ষক দলে না থাকায় তা পেতে চাইবে কেকেআর। সেই তালিকায় রয়েছেন হার্ভিক দেশাই। বেস প্রাইস ২০ লক্ষ টাকা। ২০১৮ সালে শুভমন গিল, পৃথ্বী শদের সঙ্গে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলেছেন হার্ভিক। একই সঙ্গে ওপেন ও মিডল অর্ডারে স্বচ্ছন্দ হার্ভিক, বিজয় হাজারে ট্রফিতে ভালো খেলেছেন।

ধোনির রাজ্যের উইকেট কিপার ২০ বছর বয়সী রবিন মিনজ। ঝাড়খণ্ডের রাজ্য ক্রিকেটে ইতিমধ্যেই নজর কেড়েছেন তিনি। এছাড়াও কেকেআরের নজরে রয়েছেন গোয়ার দর্শন মিসাল। এই টি২০ স্পেশালিস্ট উইকেট কিপার হিসাবে নিলামে নাম লেখালেও ব্যাটিং-এর হাত ভালো। অন্যদিকে দলের প্রয়োজনে স্পিনার হিসাবে হাত ঘোরাতেও পারেন। আইপিএল নিলামে সব সময়েই বড় নামের পরিবর্তে উপযোগী স্থানীয় খেলোয়াড়দের উপর গুরুত্ব দিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। আশা করা যায়, আসন্ন নিলামে সেই ধারা অব্যাহত রাখবে কলকাতার দল।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ