Mohua Moitra : মহুয়া বিতর্কে কি বলছে তৃণমূল! সমাজমাধ্যমে পোস্ট মহুয়ারও

Mohua Moitra : মহুয়া বিতর্কে কি বলছে তৃণমূল! সমাজমাধ্যমে পোস্ট মহুয়ারও

মহুয়া মৈত্র বিতর্কে অবশেষে মুখ খুললো তাঁর দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়ে দিলেন, “মহুয়ার ব্যাপারে তৃণমূলের কোনও বক্তব্য নেই। দল কোনও প্রতিক্রিয়া জানাবে না।” তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অর্থের বিনিময়ে সংসদে আদানি গোষ্ঠী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চাপে ফেলতে প্রশ্ন তোলা নিয়ে। সেই অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন ব্যবসায়ী দর্শন হীরানন্দানি। তাঁর স্বাক্ষরিত একটি হলফনামা প্রকাশ্যে এসেছে। যদিও হলফনামাটির সত্যতা যাচাই করা হয়নি। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত জাতীয় রাজনীতি।

রবিবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি পাঠান বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি অভিযোগ আনেন, দুবাই-কেন্দ্রিক ব্যবসায়ী হীরানন্দানির থেকে নেওয়া অর্থ ও উপহারের বিনিময়ে মহুয়া লোকসভায় প্রশ্ন করেছেন। মহুয়াকে সাংসদ পদ থেকে সাসপেন্ড করার দাবি জানিয়েছেন। আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাই মহুয়ার বিরুদ্ধে একই অভিযোগ এনে সিবিআই প্রধানকে চিঠি দিয়েছেন। সোমবার অভিযোগের প্রেক্ষিতে আইনি নোটিস পঠিয়েছেন মহুয়া। প্রতিশোধ স্পৃহা থেকে তাঁর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তাঁর আরও বক্তব্য, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তোলার জন্য এবং নিশিকান্ত দুবের ভুয়ো ডিগ্রি নিয়ে প্রশ্ন তোলায় তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

আরও পড়ুন:  Mahua Moitra : তবে কি ‘টাকার বিনিময়ে’ সংসদে প্রশ্ন মহুয়ার! হলফনামায় স্বীকার অভিযুক্ত ব্যবসায়ীর

মঙ্গলবার লোকসভা স্পিকার মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে লোকসভার এথিক্স কমিটিকে দায়িত্ব দিয়েছেন। এরই মধ্যে সমস্ত অভিযোগ কার্যত স্বীকার করে একটি হলফনামা দিয়েছেন ব্যবসায়ী হীরানন্দানি। তিনি জানিয়েছেন, মহুয়ার সঙ্গে তাঁর প্রথম পরিচয় ২০১৭ সালে। এর পর ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। তাঁর আরও দাবি, বিলাসবহুল সামগ্রী, দিল্লির সরকারি বাসভবন সংস্কার করিয়ে দেওয়া, ছুটি কাটানো বা বেড়ানোর খরচের জন্যও মহুয়া মাঝেমধ্যেই আব্দার করতেন। এই ঘটনা নিতে নিশ্চুপ ছিল সাংসদের দলীয় নেতৃত্ব। অবশেষে তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হল, এই বিতর্কে দলের কোনও বক্তব্য নেই। রাজনৈতিক মহলের ধারণা, প্রকারান্তরে মহুয়া-বিতর্ক থেকে দূরত্ব বৃদ্ধি করতে চাইছে দল। যা রাজনৈতিক ভাবে আরও চাপে ফেলতে পারে মহুয়াকে।

আরও পড়ুন:  Kunal Ghosh : ধর্ষণের অভিযোগ এনে কুণালের টুইট, ‘রাজ্যের শীর্ষস্থানীয় ব্যক্তি’র বিরুদ্ধে অভিযোগ

যদিও টুইটারে নতুন পোস্ট করেছেন মহুয়া মৈত্র। তিনি জানিয়েছেন, তাঁকে যদি সংসদীয় এথিক্স কমিটি ও সিবিআই ডেকে পাঠায় ও প্রশ্ন করে তাহলে তিনি তা স্বাগত জানিয়ে উত্তর দেবেন। সেই সঙ্গে কটাক্ষ করেছেন, “আদানি নির্দেশিত মিডিয়ার সার্কাস বা বিজেপির কটাক্ষের জবাব দেওয়ার সময় বা ইচ্ছা আমার কোনটাই নেই!”

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ