টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির জন্য কেপটাউনের নিউল্যান্ডসে অনুষ্ঠিত হতে যাওয়া আগামি ১১ই জানুয়ারি থেকে সিরিজের তৃতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি ঐতিহাসিক হতে চলেছে। কোহলির সামনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হয়ে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জেতার সুযোগ এবং কোচ রাহুল দ্রাবিড়ের সামনে তার রেকর্ডও ভাঙার সুযোগ থাকছে।
বিরাটের জন্য সুবর্ণ সুযোগ, টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে একটিও টেস্ট সিরিজ জিততে পারেনি, বর্তমানে সিরিজটি ১-১-এ সমতায় রয়েছে এবং বিরাট ভারতকে কেপটাউন জয় দিয়ে ইতিহাস তৈরি করতে পারে। মজার ব্যাপার হল হোয়াইট জার্সিতে নিউল্যান্ডস গ্রাউন্ডে এখন পর্যন্ত ভারতীয় দল একটি ম্যাচেও জিততে পারেনি।
- Advertisement -
দ্রাবিড়ের রেকর্ড ভাঙতে পারেন বিরাট, দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বেশি টেস্ট রান করার নিরিখে ভারতের প্রথম স্থানে রয়েছেন শচীন টেন্ডুলকার,দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়, তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকায় ৬১১ টেস্ট রান করেছেন কোহলি। রাহুল দ্রাবিড় এর এই দেশে ৬২৪ রান করেছিলেন। ১৪ রান করলেই কোহলি রাহুল দ্রাবিড় এর রানের রেকর্ড ভাঙবেন।